ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হাভিয়ের মাতিয়াস পাস্তোরে | ||
জন্ম | ২০ জুন ১৯৮৯ | ||
জন্ম স্থান | কর্দোবা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | অ্যাটাকিং মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পারি সাঁ-জের্মাঁ | ||
জার্সি নম্বর | ২৭ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৭ | তায়েরেস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০০৮ | তায়েরেস | ৫ | (০) |
২০০৮–২০০৯ | উরাকান | ৩১ | (৮) |
২০০৯–২০১১ | পালেরমো | ৬৯ | (১৪) |
২০১১– | পারি সাঁ-জের্মাঁ | ৭৪ | (১৭) |
জাতীয় দল‡ | |||
২০১০– | আর্জেন্টিনা | ১৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ নভেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর ২০১১ তারিখ অনুযায়ী সঠিক। |
হাভিয়ের মতিয়াস পাস্তোরে (স্পেনীয়: Javier Matías Pastore; জন্ম ২০ জুন ১৯৮৯) একজন আর্জেন্টিনীয় ফুটবলার, যিনি বর্তমানে লীগ ১ এর ক্লাব পারি সাঁ-জের্মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন।
পাস্তোরে ফুটবল খেলোয়াড় হিসেবে তার কর্মজীবন শুরু করেন তায়েরেসের হয়ে খেলার মাধ্যমে। এরপর তিনি খেলেন উরাকানে। ২০০৯ সালে ৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি সিরি এ এর ক্লাব পালেরমোতে যোগ দেন[১] এবং পরবর্তীতে ২০১১ সালে, ৩৯.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি লীগ ১ এর ক্লাব পারি সাঁ-জের্মাঁয় আসেন।[১]