হামিদ রেজা সদর | |
---|---|
জন্ম | মাশহাদ, ইরান | ১৯ এপ্রিল ১৯৫৬
মৃত্যু | ১৬ জুলাই ২০২১ ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৫)
সমাধিস্থল | বেহেশত-এ জাহরা |
পেশা | সাংবাদিক, লেখক, অধ্যাপক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ |
জাতীয়তা | ইরানি |
শিক্ষা প্রতিষ্ঠান | তেহরান বিশ্ববিদ্যালয় লিডস বিশ্ববিদ্যালয় |
সময়কাল | ১৯৮১-২০২১ |
বিষয় | চলচ্চিত্র, ফুটবল |
দাম্পত্যসঙ্গী | মেহেরজাদ দোলাতি[১] |
সন্তান | ১ |
হামিদ রেজা সদর (ফার্সি: حمیدرضا صدر, ১৯ এপ্রিল ১৯৫৬ - ১৬ জুলাই ২০২১) একজন ইরানি ফুটবল ও চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ছিলেন।[২] তিনি ফুটবল, চলচ্চিত্র এবং ইতিহাস ও সামাজিক বিষয়াবলি নিয়ে বাস্তব-কাহিনীভিত্তিক প্রকাশনার জন্য সমধিক পরিচিত।[৩]
হামিদ রেজা সদরের চলচ্চিত্র পর্যালোচনা ১৯৮১ সালে থেকে জান-এ-রুজ, সরুশ, ফিল্ম ম্যাগাজিন, ফিল্ম ইন্টারন্যাশনাল ও হাফট বা সেভেন ম্যাগাজিন-সহ অসংখ্য ইরানি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি তার চলচ্চিত্রের সমালোচনার ধরনকে "আপেক্ষিক, তবে নিঃশর্ত নয়" বলে বর্ণনা করেছেন; তিনি একটি চলচ্চিত্রকে এমনভাবে বিশ্লেষণ করেন যার জন্য তিনি নিজেকে একজন দর্শক হিসেবে কল্পনা করেন, তদুপরি তিনি প্রায়ই ভাবানুভূতি নিয়ে গভীর স্পর্শকাতর রচনাশৈলীতে সমালোচনা করতেন। তিনি কয়েকটি চলচ্চিত্রের উপর ক্ষুব্ধ ছিলেন যা নিয়ে অনান্য সমালোচকেরা কঠোর সমালোচনা করেছেন, যেমন - বাহরাম বেইজাই ও মাসুদ কিমিয়াইয়ের চলচ্চিত্রসমূহ। তার মতামতের মৌলিকত্ব এবং প্রকাশভঙ্গির বলিষ্ঠতার কারণে তিনি আগ্রহী সমর্থক এবং ক্ষুব্ধ সমালোচকদের মন জয় করতে পেরেছেন।[৪]