হার্শা ভোগলে | |
---|---|
জন্ম | হায়দ্রাবাদ, ভারত | ১৯ জুলাই ১৯৬১
শিক্ষা | ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনষ্টিটিউব অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ |
পেশা | টিভি ভাষ্যকার উপস্থাপক |
দাম্পত্য সঙ্গী | আনিতা |
সন্তান | চিন্ময় সতচিত |
ওয়েবসাইট | harshabhogle.com |
হার্শা ভোগলে (মারাঠি: हर्ष भोगले; জন্ম: ১৯ জুলাই ১৯৬১) হলেন একজন ভারতীয় ক্রিকেট উপস্থাপক এবং সাংবাদিক।[১] তিনি হায়দ্রাবাদে একটি মারাঠি ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। হার্শা সাম্প্রতিক সময়ে একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপকে পরিণত হয়েছেন।
হার্শা ফরাসি অধ্যাপক এ.ডি. ভোগলে এবং মনোবিদ্যার অধ্যাপক শালিনী ভোগলের ঘরে জন্মগ্রহণ করেন।
হার্শা যখন হায়দ্রাবাদ বাস করতেন তখন অল ইন্ডিয়া রেডিওতে মাত্র ১৯ বছর বয়সে একজন ভাষ্যকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯১-৯২ সালে প্রথম ভারতীয় ভাষ্যকার হিসেবে তিনি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট সিরিজের সময় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন দ্বারা আমন্ত্রণ পান।
হার্শা তার আইআইএম একজন সহপাঠী আনিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,[২] এবং তাদের ছেলেরা হলেন চিন্ময় এবং সতচিতের সঙ্গে মুম্বাই বসবাস করেন।[৩]