হাসকা মেয়না জেলা Haska Meyna District هسکه مېنه | |
---|---|
জেলা | |
হাসকা মেয়না জেলা, নঙ্গারহার প্রদেশ | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | নঙ্গারহার প্রদেশ |
রাজধানী | হাসকা মেয়না |
জনসংখ্যা (২০০২[১]) | |
• মোট | ৫০,৫৯৫ |
সময় অঞ্চল | আফগানিস্তান মান সময় (ইউটিসি+৪:৩০) |
হাসকা মেয়না (পশতু: هسکه مېنه), এছাড়াও দিহ বালা জেলা নামেও ডাকা হয়ে থাকে, আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি জেলা। জেলাটি মূলত পাকিস্তান সীমানা ঘিরে গঠিত হয়েছে। ২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫০,৫৯৫ জন এর মত। যার মধ্যে শতভাগই পশতুন সম্প্রদায়ের লোকজনের বসবাস। তবে প্রায় ২০,২০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে মেয়না।
হাসনা মেনা শিনওয়ারি উপজাতিদের আবাসস্থল, এটি বৃহত্তর পশতুন গোত্রগুলির মধ্যে একটি। এছাড়াও এটি আফগানিস্তানের সোভিয়েত দখলকালে মুজাহিদীনদের একটি অন্যতম দুর্গ ছিল।
আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |