ইয়াং বেরহোরমাত টুয়ান হাজি হাসবি বিন হাবিবোল্লাহ এমপি | |
---|---|
حسبي بن حبيباو الله | |
লিম্বাংয়ের সাংসদ | |
কাজের মেয়াদ ২০০৮ – বর্তমান | |
পূর্বসূরী | আসন প্রতিষ্ঠিত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হাসবি বিন হাবিবোল্লাহ ২ জানুয়ারি ১৯৬৩ ক্রাউন কলোনি অব সারাওয়াক |
রাজনৈতিক দল | পার্টি পেসাকা বুমিপুতেরা বেরসাতু |
পেশা | প্রকৌশলী রাজনীতিবিদ |
হাজি হাসবি বিন হাবিবোল্লাহ (জাওয়ি: حسبي بن حبيباو الله ; জন্ম ২ জানুয়ারি ১৯৬৩) হলেন একজন মালয়েশীয় প্রকৌশলী ও রাজনীতিবিদ। তিনি মালয়েশীয় আইনসভায় লিম্বাং সংসদীয় আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। পার্টি পেসাকা বুমিপুতেরা বেরসাতুর এই রাজনীতিবিদের সংসদীয় আসন সারাওয়াকের অন্তর্গত।[১]
রাজনীতিতে আসার পূর্বে তিনি ছিলেন একজন প্রকৌশলী।[২] ২০০৮ সালে অনুষ্ঠিত মালয়েশীয় সাধারণ নির্বাচনে তিনি লাউ কিয়াক কোইকে পরাজিত করে প্রথমবারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হন।[১] এরপর, ২০১৩ সালে অনুষ্ঠিত মালয়েশীয় সাধারণ নির্বাচনে তিনি বারু বিয়ানকে হারিয়ে পুনরায় লিম্বাংয়ের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩][৪] ২০১৮ সালে অনুষ্ঠিত মালয়েশীয় সাধারণ নির্বাচনে তিনি রিকার্ডো ওসমুন্ড ইয়াম্পিল বাবাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মত লিম্বাংয়েত সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৫][৬]