হাসান আবদেল গনি | |
---|---|
বিদ্রোহীদের সামরিক পরিচালনা বিভাগের মুখপাত্র এবং কমান্ডার | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ? | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | সিরিয়ান |
জীবিকা | সামরিক কমান্ডার |
হাসান আবদেল গনি একজন সিরিয়ান কমান্ডার এবং সিরিয়ান বিদ্রোহী জোটের মুখপাত্র। তিনি বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। [১][২][৩]
আবদেল গনি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত ইসলামিক গ্রুপের একজন শীর্ষ কমান্ডার। তিনি এই দলের মুখপাত্র হিসেবে কাজ করেন। সিরিয়ার প্রধান শহরগুলো, যেমন দামেস্ক, এইচটিএস-এর নিয়ন্ত্রণে আসার পর তিনি গণমাধ্যমে বক্তব্য দেন। তিনি বলেন, "সিরিয়া এখন মুক্ত এবং এখানে সব ধর্মের মানুষ নিরাপদে বাস করতে পারবে। স্বৈরতন্ত্র চিরতরে শেষ হয়েছে।"[১]