হুন্তসে ডিজং | |
---|---|
স্থানাঙ্ক: | ২৭°৩৯′০০″ উত্তর ৯১°০৯′০০″ পূর্ব / ২৭.৬৫০০০° উত্তর ৯১.১৫০০০° পূর্ব |
মঠের তথ্য | |
অবস্থান | হুন্তসে জেলা, ভুটান |
প্রতিষ্ঠাতা | কুন্যা ওয়াংপু (১৫৪৩)। মিনজুর টেন্পা (১৬৫৬) কর্তৃক নির্মিত |
স্থাপিত | ১৫৪৩ |
নবরূপ দানের সময় | ১৯৬২, ১৯৭২-১৯৭৪ |
ধরন | তিব্বতি বৌদ্ধধর্ম |
ধর্মীয় গোষ্ঠী | নায়িংমা |
উৎসর্গীকৃত | পদ্মাসামভাভা |
ভিক্ষুসংখ্যা | ১০০ |
স্থাপত্যশিল্প | ভুটানি ডিজং |
হুন্তসে ডিজং উত্তর ভুটানের হুন্তসে জেলার অর্ন্তগত একটি ডিজং এবং বিহার্য বৌদ্ধ আশ্রম।এটি কুরি ছ্যু এর পূর্ব পাশে অবস্থিত এবং একটি সংকীর্ণ উপত্যকার শেষ চূড়ায় নির্মিত হয়েছে।[১]
ডিজংটি প্রথমদিকে হুন্তসে জেলাতে "কুরটই" নামে পরিচিতি ছিল। এটি ওয়াংচুক হাউসের আদি নিবাস।
দুর্গটির ভৌগোলিক অবস্থান উত্তর ভুটানে হলেও, এটির সাংস্কৃতিক শিকড় কেন্দ্রীয় ভুটানের।
এর কারণ ছিল ডিজংটির সড়কপথ মঙ্গার এর সাথে সংযুক্ত ছিল।.[২][৩]
ডিজংটি কুরি ছ্যু উপাত্যকায় অবস্থিত, যেটি হুন্তসে জেলার একটি অংশ। কুরি ছ্যু একটি প্রধানতম নদী যা খাড়া পাহাড়ের উচ্চ শিখর নিয়ে একটি নয়নাভিরাম উপত্যকা গঠন করেছে।[৪] কুরি ছ্যু মানাস নদীর, ভুটানের বৃহত্তম নদী এবং ব্রহ্মপুত্র নদীর অন্যতম উপনদী যা উত্তর ভুটানের দিকে প্রবাহিত হয়েছে, একটি উপনদী।[৩][৫]
মঙ্গার থেকে হুন্তসে ডিজং এর দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার (৪৮ মা) এবং প্রায় তিন ঘণ্টার যাত্রা এবং গাঙ্গোলা জাংশন থেকে ৬৩ কিলোমিটার (৩৯ মা)। ডিজং এর পথের শেষ প্রান্তে পতাকা বাধানো পাখরের একটি পথ আছে।[২][৬]
এতজন ঐতিহাসিকের মতে, খেদ্রুপ কুয়েঙ্গা ওয়াংপু, তেরতোয়েন পেমা লিংপার পুত্রকে হাতির শুড়ের মত একটি দাঁড়া খোঁজার জন্য নিয়োগ দেয়া হয়েছিল।[৭] তিনি বায়েয়ুল খেনপাজুং এর বিপরীতে একটি পেয়েছিলেন এবং সেখোনেই ব্যবস্থা করেন। ঐ জায়গাটি কোর্তে হুন্তসে ফোদ্রাং হিসেবে পরিচিত হতে থাকে।
ডিজংটিতে পাঁচটি মন্দির রয়েছে যার মধ্যে তিনটি কেন্দ্রীয় টাওয়ারে অবস্থিত এবং এগুলো পদ্মাসামভাভাকে উৎসর্গ করা হয়েছে। ডিজংটিতে আরো রয়েছে ঘোনখাং, যা মহাকালকে উৎসর্গ করা হয়েছে, এবং একটি মন্দির যা অমিতায়ুস্কে, অনন্ত জীবনের বৌদ্ধ, উৎসর্গ করা হয়েছে।[১] ডিজংটির নিচ তলায়ও একটি মন্দির রয়েছে যা আভালকিতেসভারাকে উৎসর্গ করা হয়।[১] কুনরে কক্ষটি, পুরোহিতদের সম্মেলন কক্ষ, দুর্গটির উপরের তলায় অবস্থিত।[১]