হেবাহ প্যাটেল | |
---|---|
জন্ম | [১] | ৬ জানুয়ারি ১৯৮৯
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১৪ – বর্তমান |
হেবাহ প্যাটেল একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[২]
হেবাহ প্যাটেল ২০১৪ সালের চলচ্চিত্র অধ্যক্ষ-তে ঐশ্বর্যা চরিত্রে অভিনয়ের মাধ্যমে কন্নড়ে[৩] এবং আলা এলা-তে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন।[৪] তারপরে তিনি কুমারী ২১এফ[৫][৬] (২০১৫) চলচ্চিত্রে শিরোনাম ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটি নির্মিত হয়েছিল আসন্ন যুগের একটি প্রেমের গল্প নিয়ে, যা সমালোচকদের মিশ্র মন্তব্য লাভ করেছিল। ডেকান ক্রনিকলের একজন পর্যালোচক লিখেছিলেন যে, প্যাটেল "অন্যদের চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন"।[৭]
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৪ | অধ্যক্ষ | ঐশ্বর্যা | কন্নড় | কন্নড় চলচ্চিত্রে অভিষেক |
তিরুমানাম এনুম নিক্কাহ | নাসীমা | তামিল | তামিল চলচ্চিত্রে অভিষেক | |
আলা এলা | শ্রুতি | তেলুগু | তেলুগু চলচ্চিত্রে অভিষেক | |
২০১৫ | কুমারী ২১এফ | মীনা "কুমারী" | ||
২০১৬ | ইডো রাকাম আডো রাকাম | সুপ্রিয়া | ||
এক্কাডিকি পথাভু চিন্নাভাদা | নিত্যা/অমলা | |||
নান্না নেনু না বয়ফ্রেন্ডস | পদ্মাবতী (পদ্মু) | |||
২০১৭ | মিস্টার | মীরা | ||
আন্ধাগাড়ু | ডা. নেত্রা | |||
অ্যাঞ্জেল | নক্ষত্রা | |||
২০১৮ | ২৪ কিসেস | শ্রীলক্ষ্মী | ||
২০২০ | ভীষ্ম | সারা | ক্ষণিক চরিত্রাভিনয় | |
ওরেয় বুজ্জিগা | শ্রুজানা | |||
২০২১ | রেড | স্বভূমিকায় | "ধিনচাক" গানে বিশেষ উপস্থিতি[৮] | |
২০২২ | গীথা | ঘোষিত হবে | [৯] | |
ওডেলা রেলওয়ে স্টেশন | রাধা | নির্মাণাধীন[১০] | ||
তেলিসিনাভাল্লু | চৈত্রা | নির্মাণাধীন[১১] |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | কুমারী ২১এফ | ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | মনোনীত | [১২] |
টিএসআর - টিভি৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | বিশেষ জুরি পুরস্কার - শ্রেষ্ঠ নায়িকা | বিজয়ী | [১৩] | ||
আলা এলা কুমারী ২১এফ |
সন্তোষম চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী বিভাগে সন্তোষম চলচ্চিত্র পুরস্কার - তেলুগু | বিজয়ী | [১৪] |