হেমা | |
---|---|
![]() আম্মাম্মাগারিল্লু (২০১৮) এর টিজার প্রকাশ অনুষ্ঠানে হেমা | |
জন্ম | কৃষ্ণা বেণী রাজোল, অন্ধ্রপ্রদেশ, ভারত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সৈয়দ জান আহমেদ [১] |
হেমা (জন্ম কৃষ্ণা বেণী) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং কৌতুক অভিনেত্রী যিনি প্রধানত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। [২] তিনি ২০১৪ সাল পর্যন্ত ২৫০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন [৩][৪] তিনি কনচেম ইষ্টম কনচেম কাষ্টম- এ অভিনয়ের জন্য সেরা কৌতুকাভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার জিতেছেন। [৫]
তিনি পূর্ব গোদাবরী জেলার রাজোলের একটি পরিবারে কৃষ্ণ বেণী নামে জন্মগ্রহণ করেন। [৬] তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন, তারপর পড়াশোনা আর করেন নি। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ ছিল। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বিয়ে করেন। তিনি মুরারির চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যাবর্তন করেন এবং এখন তার চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্রে শিল্পে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে হেমা রাখেন।
হেমা ২০১৪ সালের অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনে মন্ডপেটা আসন থেকে জয় সমক্ষ্যান্ধ্র পার্টির হয়ে অংশগ্রহণ করেন ভোটে পরাজিত হন। [৭]