হেরুকা বা খ্রাগ-'থুং (ওয়াইলি: khrag 'thung) বজ্রযান বৌদ্ধ ধর্মমতে বোধিসত্ত্বদের ক্রুদ্ধ রূপ।
সংস্কৃত ভাষায় হেরুকা শব্দের অর্থ সমৃদ্ধ। এই শব্দের রুকা শব্দাংশটি সংস্কৃত ঋক থেকে এসেছে। কিন্তু হেরুকা শব্দের তিব্বতী ভাষায় প্রতিশব্দ খ্রাগ-'থুং যার আক্ষরিক অর্থ রক্তপায়ী[১], যার সঙ্গে সংস্কৃত শব্দটির কোন মিল পাওয়া যায় না।[২]
র্ন্যিং মা মহাযোগযানে আট জন হেরুকা বা ক্রুদ্ধ বোধিসত্ত্বের উল্লেখ রয়েছে। এই আট জন হেরুকার সাধনা পদ্মসম্ভব নিম্নে তালিকাভুক্ত আট জন বিদ্যাধরের নিকট হতে লাভ করেন। নিম্নে আটজন বোধিসত্ত্বের ক্রুদ্ধ রূপ হিসেবে আটজন হেরুকার তালিকা দেওয়া হল।
হেরুকা বা ক্রুদ্ধ বোধিসত্ত্ব | তিব্বতী | ওয়াইলি | বোধিসত্ত্ব | বিদ্যাধর |
---|---|---|---|---|
যমান্তক | 'জাম-দ্পাল-স্কু | ’jam dpal sku | মঞ্জুশ্রী | মঞ্জুশ্রীমিত্র |
হয়গ্রীব | পাদ-মা-গ্সুং | pad ma gsung | অবলোকিতেশ্বর | নাগার্জুন |
বিশুদ্ধ | য়াং-দাগ-থুগ্স | yang dag thugs | বজ্রপাণি | বজ্রহুঙ্কার |
বজ্রমিত্র | ব্দুদ-র্ত্সি-য়োন-তান | bdud rtsi yon tan | সামন্তভদ্র | বিমলমিত্র |
বজ্রকীলয় | ফুর-বা-'ফ্রিন-লাস | phur ba ‘phrin las | বজ্রসত্ত্ব | প্রভাহস্তী |
মতরাহ | মা-মো-র্বোদ-গ্তোং | ma mo rbod gtong | আকাশগর্ভ | ধনসংস্কৃতি |
লোকস্তোত্রপূজানাথ | 'জিগ-র্তেন-ম্ছোদ-ব্স্তোদ | ’jig rten mchod bstod | ক্ষিতিগর্ভ | শিন্তমগর্ভ |
বজ্রমন্ত্রভীরু | মোদ-পা-দ্রাগ-স্ঙ্গাগ্স | mod pa drag sngags | মৈত্রেয় | গুহ্যচন্দ্র |
র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের পরবর্তী ধর্মসম্প্রদায়গুলির মধ্যে সা-স্ক্যা ও ব্কা-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায় চক্রসম্বর, হেবজ্র, কালচক্র, বজ্রভৈরব প্রভৃতিকে হেরুকা আখ্যা দিয়েছে। গ্সার-মা সম্প্রদায়ের মহ্যে একমাত্র দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায় শুধুমাত্র চক্রসম্বরকেই হেরুকা বলে স্বীকার করেছে। [৩]