হোরাশিও কিরোগা | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ফেব্রুয়ারি ১৯, ১৯৩৭ | (বয়স ৫৮)
জাতীয়তা | উরুগুইয়ান |
দাম্পত্য সঙ্গী | Ana María Cires (1909-1915), María Elena Bravo (1927-1934) |
সন্তান | Egle Quiroga (1911), Dario Quiroga (1912), María Elena Quiroga (1928) |
হোরাশিও কিরোগা (জন্ম ১৮৭৮ সালের ৩১ ডিসেম্বর এবং মৃত্যু ১৯ ফেব্রুয়ারি ১৯৩৭) উরুগুয়ের নাট্যকার, কবি ও ছোটগল্পকার।
তার বেশির ভাগ গল্প জঙ্গলের পটভূমিতে লেখা। লেখালেখির মাধ্যমে তিনি মূলত ফুটিয়ে তুলেছেন বেঁচে থাকার সুতীব্র লড়াই। মানসিক অসুস্থতা বা হ্যালুসিনেশনের মতো পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে তার প্রতিভা অনবদ্য।[১] কিরোগার সাহিত্যকর্ম দিয়ে প্রভাবিত হয়েছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং হোলিও কোর্তাসারের মতো বিশ্ববিখ্যাত লেখক।[২]