হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো | |
---|---|
জন্ম | কেম্ব্রিজশায়ার, ইংল্যান্ড | ৭ অক্টোবর ১৯৩৯
মৃত্যু | ৩০ এপ্রিল ২০১৬ লুইস, পূর্ব সাসেক্স, ইংল্যান্ড | (বয়স ৭৬)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | শেফিল্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | বাকমিনিস্টারফুলারিন |
দাম্পত্য সঙ্গী | Margaret Henrietta Hunter (m. 1963; 2 children) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৯৬ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
ডক্টরেট শিক্ষার্থী | Jonathan Hare, Wen-Kuang Hsu, Mauricio Terrones |
স্বাক্ষর | |
স্যার হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, এফআরএস[২] (৭ অক্টোবর ১৯৩৯ – ৩০ এপ্রিল ২০১৬) একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৯৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বর্তমানে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের প্রায় ৪০ বছর কাটিয়েছেন।[৩]
তিনি শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে বিএসসি এবং ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৫ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০২-২০০৪ সাল পর্যন্ত রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।