১৬ নং ক্রোমোজোম (মানবদেহ) | |
---|---|
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য (bp) | ৯০,৩৩৮,৩৪৫ bp |
জিনের সংখ্যা | ১,৫৩৫ |
ধরন | অটোজোম |
সেন্ট্রোমিয়ারের অবস্থান | মেটাসেন্ট্রিক[১] |
শনাক্তকারী | |
রেফসেক | NC_000016 (ইংরেজি) |
জেন ব্যাংক | CM000678 (ইংরেজি) |
১৬ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোসমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৬ নং ক্রোমোজোমে ৯০ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৩.০%।
গবেষকগণ প্রত্যেক ক্রোমোজোমে অবস্থিত জিনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জিনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোসম ১৬ সম্ভবত ৮৫০ থেকে ১,২০০ পর্যন্ত জিন ধারণ করে।