তারিখ | ৩০ এপ্রিল – ১৬ মে |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক-আউট |
আয়োজক | ওয়েস্ট ইন্ডিজ |
বিজয়ী | ইংল্যান্ড (১ম শিরোপা) |
রানার-আপ | অস্ট্রেলিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১২ |
খেলার সংখ্যা | ২৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | কেভিন পিটারসন |
সর্বাধিক রান সংগ্রহকারী | মাহেলা জয়াবর্ধনে (৩০২) |
সর্বাধিক উইকেটধারী | ডার্ক নানেস (১৪) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
২০১০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা তৃতীয় আসর। আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতারূপে এটি ৩০ এপ্রিল, ২০১০ তারিখ থেকে ১৬ মে, ২০১০ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়।[১] চূড়ান্ত খেলায় ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মনোনীত হন কেভিন পিটারসন।
২০০৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি প্রতি দুই বছর পরপর আয়োজনের কথা ছিল। পূর্বঘোষিত একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতারূপে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়েস্ট ইন্ডিজে আয়োজনের সিদ্ধান্ত নেয়া স্বত্ত্বেও তা টুয়েন্টি২০ পর্যায়ে পরিবর্তিত হয়। কারণ ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা আয়োজনে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার সময়সূচী সংশোধনের প্রয়োজনীয়তাই এর প্রধান কারণ।[১]
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতাটি সর্বশেষ প্রতিযোগিতার ১০ মাসের ব্যবধানে অনুষ্ঠিত হয়। টেস্টভূক্ত দেশ ও সহযোগী সদস্যভূক্ত দেশের সর্বমোট ১২ দল এতে অংশ নেয়। কেনসিংটন ওভাল, প্রভিডেন্স স্টেডিয়াম ও বিউসেজুর স্টেডিয়াম - এ তিনটি স্টেডিয়ামেই সবগুলো খেলার আয়োজন করা হয়। পাশাপাশি মহিলাদের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
৪ জুলাই, ২০০৯ তারিখে গ্রুপ ঘোষণা করা হয়। ২০০৯ সালের প্রতিযোগিতার ন্যায় এবারও চারটি গ্রুপ করা হয়। বন্ধনীতে দলের বাছাই উল্লেখ করা হয়েছে।
|
|
|
|
পূর্ব ক্যারিবীয় সময়সূচী (ইউটিসি-০৪:০০) অনুযায়ী সকল সময়
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
Windward Islands
৮৮ (২০ ওভার) | |
ব
|
||
ব
|
||
দল | বাছাই | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া (১০) | এ২ | ২ | ২ | ০ | ০ | +১.৫২৫ | ৪ |
পাকিস্তান (১) | এ১ | ২ | ১ | ১ | ০ | −০.৩২৫ | ২ |
বাংলাদেশ (৯) | ২ | ০ | ২ | ০ | −১.২০০ | ০ |
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | বাছাই | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
নিউজিল্যান্ড (৫) | বি২ | ২ | ২ | ০ | ০ | +০.৪২৮ | ৪ |
শ্রীলঙ্কা (২) | বি১ | ২ | ১ | ১ | ০ | +০.৩৫৫ | ২ |
জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | −১.৫৯৫ | ০ |
ব
|
||
ব
|
||
তাতেন্দা তাইবু ১২* (১৩)
|
ব
|
||
দল | বাছাই | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ভারত (৭) | সি২ | ২ | ২ | ০ | ০ | +১.৪৯৫ | ৪ |
দক্ষিণ আফ্রিকা (৩) | সি১ | ২ | ১ | ১ | ০ | +১.১২৫ | ২ |
আফগানিস্তান | ২ | ০ | ২ | ০ | −২.৪৪৬ | ০ |
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | বাছাই | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ (৪) | ডি১ | ২ | ২ | ০ | ০ | +২.৭৮০ | ৪ |
ইংল্যান্ড (৬) | ডি২ | ২ | ০ | ১ | ১ | −০.৪৫২ | ১ |
আয়ারল্যান্ড | ২ | ০ | ১ | ১ | −৩.৫০০ | ১ |
ব
|
||
ব
|
||
ব
|
||
সুপার এইট পর্বে প্রতিগ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে গঠিত হয়েছে। দলগুলোকে ই এবং এফ গ্রুপে বিভক্ত করা হয়েছে। এ ও সি গ্রুপের শীর্ষ দল এবং বি ও ডি গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী দল নিয়ে গ্রুপ ই গঠিত। আবার, বি ও ডি গ্রুপের শীর্ষ দল এবং এ ও সি গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী দল নিয়ে গ্রুপ এফ গঠিত।
দল | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
ইংল্যান্ড (ডি২) | ৩ | ৩ | ০ | ০ | +০.৯৬২ | ৬ |
পাকিস্তান (এ১) | ৩ | ১ | ২ | ০ | +০.০৪১ | ২ |
নিউজিল্যান্ড (বি২) | ৩ | ১ | ২ | ০ | −০.৩৭৩ | ২ |
দক্ষিণ আফ্রিকা (সি১) | ৩ | ১ | ২ | ০ | −০.৬১৭ | ২ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খেলা | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া (এ২) | ৩ | ৩ | ০ | ০ | +২.৭৩৩ | ৬ |
শ্রীলঙ্কা (বি১) | ৩ | ২ | ১ | ০ | −০.৩৩৩ | ৪ |
ওয়েস্ট ইন্ডিজ (ডি১) | ৩ | ১ | ২ | ০ | −১.২৮১ | ২ |
ভারত (সি২) | ৩ | ০ | ৩ | ০ | −১.১১৭ | ০ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৩ মে – সেন্ট লুসিয়া | ||||||
ইংল্যান্ড | ১৩২/৩ | |||||
১৬ মে – বার্বাডোস | ||||||
শ্রীলঙ্কা | ১২৮/৬ | |||||
ইংল্যান্ড | ১৪৮/৩ | |||||
১৪ মে – সেন্ট লুসিয়া | ||||||
অস্ট্রেলিয়া | ১৪৭/৬ | |||||
অস্ট্রেলিয়া | ১৯৭/৭ | |||||
পাকিস্তান | ১৯১/৬ | |||||
ব
|
||
ব
|
||
১৬ মে, ২০১০ তারিখ বার্বাডোসে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।[৩] খেলায় ইংল্যান্ড জয়লাভ করে। এরফলে দলটি প্রথমবারের মতো বৈশ্বিকভাবে স্বীকৃত কোন প্রতিযোগিতায় জয়লাভে সক্ষম হয়।[৪] এটি ছিল তাদের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রদত্ত ট্রফি।[৫] অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ১৮ বল বাকী থাকতেই ইংল্যান্ড নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ইংল্যান্ডের পক্ষে ক্রেগ কাইজওয়েটার ৪৯ বলে ৬৩ রান সংগ্রহ করেন। এছাড়াও, কেভিন পিটারসনের ৩১ বলে ৪৭ রান উল্লেখযোগ্য। ডেভিড হাসি দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন।[৬] প্রতিযোগিতায় ২৪৮ রান সংগ্রহ করায় পিটারসনকে ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং কাইজওয়েটারকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।[৭]
ব
|
||
দেশ/মহাদেশ | সম্প্রচারক[৮] |
---|---|
আফগানিস্তান | আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্ক কেবলমাত্র আফগানিস্তানের খেলা লিমার টিভি |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস[৯] |
আফ্রিকা | সুপারস্পোর্ট |
বাংলাদেশ | বাংলাদেশ টেলিভিশন |
সিঙ্গাপুর | স্টার ক্রিকেট |
ক্যারিবীয় অঞ্চল | ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন |
কানাডা | এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক |
ইউরোপ (যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ব্যতীত) | ইউরোস্পোর্ট২ |
চীন | ইএসপিএন স্টার স্পোর্টস |
ভারত | ইএসপিএন স্টার ক্রিকেট ডিডি ন্যাশনাল অধিকাংশই ভারতের খেলা |
জামাইকা | টেলিভিশন জ্যামাইকা |
জাপান | হাম টাম টিভি |
মধ্যপ্রাচ্য | ক্রিকওয়ান |
নেপাল | ইএসপিএন স্টার ক্রিকেট |
ফিজি | ফিজি টিভি |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্ট |
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ | স্কাই প্যাসিফিক |
পাকিস্তান | জিও সুপার পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট এসএবিসি৩ স্পোর্ট |
শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা রূপবাণী কর্পোরেশন |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস |
আয়ারল্যান্ড | |
মার্কিন যুক্তরাষ্ট্র | ডাইরেক্টটিভি ক্রিকেটটিকেট |
দেশ/মহাদেশ | সম্প্রচারক[৮] |
---|---|
যুক্তরাজ্য | বিস্কাইবি (skysports.com) |
আয়ারল্যান্ড | বিস্কাইবি (skysports.com) |
ওয়েস্ট ইন্ডিজ | ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন (Cananews.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মে ১৯৯৮ তারিখে) |
মার্কিন যুক্তরাষ্ট্র | ডাইরেকটিভি (Willow.tv) |
ভারত | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
পাকিস্তান | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
বাংলাদেশ | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
নেপাল | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
ভুটান | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
শ্রীলঙ্কা | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
মালদ্বীপ | ইএসপিএন স্টার স্পোর্টস (Espnstar.com) |
ইউরোপ (বাকী) | ইউরোস্পোর্ট (ইউরোস্পোর্ট প্লেয়ার) |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস (Foxsports.com.au) |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্ট (skysport.co.nz) |
আফ্রিকা | সুপারস্পোর্ট (supersport.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ মার্চ ২০১১ তারিখে) |
অন্যান্য দেশ | ইএসপিএন স্টার স্পোর্টস (espnstar.com) |