![]() | |
তারিখ | ১৩ জানুয়ারি, ২০১৪ – ১ ফেব্রুয়ারি, ২০১৪ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক লিস্ট এ ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৩৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | www.icc-cricket.com |
২০১৪ আইসিসি বিশ্বকাপ বাছাই-পর্ব (ইংরেজি: 2014 ICC World Cup Qualifier) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে ১৪ দলের[১] অংশগ্রহণে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত বাছাই ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় দুইটি দল আয়ারল্যান্ড ও আফগানিস্তান ২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা লাভ করে।[২] বাছাই-পর্বের মাধ্যমে ২০০৯-১৪ বিশ্ব ক্রিকেট লীগের সমাপণ ঘটে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবার কথা ছিল।
এ প্রতিযোগিতায় স্কটল্যান্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে। পাশাপাশি দলটি একদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা পায়। সংযুক্ত আরব আমিরাত দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি দলটি একদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা পায়। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও প্রতিযোগিতায় ৩য় ও ৪র্থ স্থানলাভকারী হংকং এবং পাপুয়া নিউগিনি দল প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। এছাড়াও, প্রতিযোগিতায় বাজে ফলাফলের প্রেক্ষিতে আইসিসি’র সহযোগী সদস্য নেদারল্যান্ডস, কেনিয়া এবং কানাডা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ও ২০১৮ সাল পর্যন্ত ওডিআই মর্যাদা হারায়। কিন্তু নেদারল্যান্ডস দল স্কটল্যান্ডের পরিবর্তে ২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।
২০০৯ সালের আইসিসি বিশ্বকাপ বাছাই-পর্বে আয়ারল্যান্ড ক্রিকেট দল শিরোপা লাভ করেছিল। ১০টি দেশের জাতীয় ক্রিকেট দল এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে।
আইসিসি’র সিদ্ধান্ত মোতাবেক অংশগ্রহণকারী ১০টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় ৩টি দলকে নিয়ে সুপার সিক্স পর্ব অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষস্থানীয় দল দুইটি ফাইনালে খেলাসহ ১৪-দল নিয়ে গড়া ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে।[৩] এছাড়াও শীর্ষস্থানীয় ৪টি দল পরবর্তী ৪ বছরের জন্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদাপ্রাপ্ত সদস্য হবে। ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানীয় দল একই স্থানে থাকবে অথবা দ্বিতীয় বিভাগে অবনমিত হবে।[৪]
২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপের সমাপণের পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা থেকে ইতোমধ্যেই আয়ারল্যান্ড ও আফগানিস্তান ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকী ছয়টি দলসহ ২০১১ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী এবং ২০১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগের শীর্ষ দুই দলকে নিয়ে বিশ্বকাপ বাছাই-পর্বে অবতীর্ণ হবে।[৫]
ক্রাইস্টচার্চ | লিঙ্কন | মাউন্ট মঙ্গানুই | |
---|---|---|---|
হ্যাগলে ওভাল | বার্ট সাটক্লিফ ওভাল | বে ওভাল | |
Capacity: N/A | Capacity: N/A | Capacity: N/A | |
![]() |
![]() |
||
New Plymouth | রঙ্গিওরা | কুইন্সটাউন | |
Pukekura Park | Rangiora Recreation Ground | Queenstown Events Centre | |
Capacity: N/A | Capacity: N/A | Capacity: N/A | |
![]() |
তিনজন ম্যাচ রেফারিসহ ১৪ সদস্যবিশিষ্ট আম্পায়ার প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করবেন। তন্মধ্যে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে মারাইজ ইরাসমাসও খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন। বাদ-বাকী সকলেই আইসিসির সহযোগী ও অনুমোদন লাভকারী দেশের খেলা পরিচালনায় নিযুক্ত আম্পায়ার তালিকা থেকে অন্তর্ভুক্ত হয়েছেন।[৬]
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খে | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৩ | ১ | ০ | +১.৬৬৩ | ৬ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | +১.০৬৯ | ৬ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | +০.৮৪৮ | ৬ |
![]() |
৪ | ১ | ৩ | ০ | −২.০৬৬ | ২ |
![]() |
৪ | ০ | ৪ | ০ | −১.৫৬৭ | ০ |
সুপার সিক্স পর্বে উত্তীর্ণ দলসমূহ
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খে | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৩ | ১ | ০ | +১.০৯৫ | ৬ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | +০.৫৭৪ | ৬ |
![]() |
৪ | ২ | ২ | ০ | +০.৪০১ | ৪ |
![]() |
৪ | ২ | ২ | ০ | +০.৩৭০ | ৪ |
![]() |
৪ | ০ | ৪ | ০ | −২.২৫৯ | ০ |
সুপার সিক্স পর্বে যোগ্যতালাভকারী দলসমূহ
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খে | জ | হা | ফহ | ড্র | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | +০.৭৩৭ | ৮ |
![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | +০.৪৯৫ | ৮ |
![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | +০.৫৬৮ | ৬ |
![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | −০.৪৯৫ | ৪ |
![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | −০.২০১ | ২ |
![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | −১.০৩৫ | ২ |
চিহ্নিত দলগুলো ফাইনাল খেলাসহ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
অবস্থান | দল |
---|---|
১ম | ![]() |
২য় | ![]() |
৩য় | ![]() |
৪র্থ | ![]() |
৫ম | ![]() |
৬ষ্ঠ | ![]() |
৭ম | ![]() |
৮ম | ![]() |
৯ম | ![]() |
১০ম | ![]() |
খেলোয়াড় | দল | খেলা | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|---|---|
খুররম খান | ![]() |
৮ | ৮ | ৫৮১ | ৭২.6২ | ১৩৮ | ১ | 4 |
প্রিস্টন মমসেন | ![]() |
৮ | ৮ | ৫২০ | ৮৬.৬৬ | ১৩9* | ২ | ২ |
কালাম ম্যাকলিওড | ![]() |
৮ | ৮ | ৪০১ | ৫৭.১২ | ১৭৫ | ২ | – |
স্বপ্নীল পাতিল | ![]() |
৮ | ৮ | ৩৬৪ | ৫২.০০ | ৯৯* | – | ২ |
ইরফান আহমেদ | ![]() |
৭ | ৭ | ৩৬৩ | ৭২.৬০ | ১০০* | ১ | ৩ |
ওয়েজলি বারেসি | ![]() |
৬ | ৬ | ৩১৮ | ৭৯.৫০ | ১৩৭* | ১ | ২ |
এরিক সারজিনস্কি | ![]() |
৪ | ৪ | ৩১৭ | ১৫৮.৫০ | ১২৯* | ১ | ৩ |
খেলোয়াড় | দল | খেলা | ওভার | উইকেট | গড় | সেরা বোলিং | ৪-উইঃ | ইকোনোমি |
---|---|---|---|---|---|---|---|---|
হাসিব আমজাদ | ![]() |
৭ | ৬৩ | ২০ | ১৫.৪০ | ৪/৩৩ | ২ | ৪.৮৮ |
লুইজ ক্লাজিঙ্গা | ![]() |
৭ | ৫০.৪ | ১৮ | ১৪.৮৮ | ৫/৩৬ | ৩ | ৫.২৮ |
মঞ্জুলা গুরুগে | ![]() |
৮ | ৬৫ | ১৬ | ১৮.৩১ | ৪/৩৯ | ১ | ৪.৫০ |
ইয়ান ওয়ার্ডল | ![]() |
৮ | ৭০.১ | ১৬ | ২৩.৩৭ | ৩/৩২ | – | ৫.৩৩ |
ক্রিস্টি ভিলজোয়েন | ![]() |
৭ | ৫৩.৫ | ১৪ | ১৯.০০ | ৪/৩৩ | ১ | ৪.৯৪ |
খুররম চৌহান | ![]() |
৬ | ৪৭.৫ | ১৪ | ২০.৬৪ | ৫/৬৮ | ২ | ৬.০৪ |
সাফিয়ান শরীফ | ![]() |
৮ | ৭২.২ | ১৪ | ২৩.৯২ | ৪/৫৫ | ১ | ৪.৬৩ |