২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হল ইউরোপের ক্লাব ফুটবলের প্রতিযোগিতা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০তম আসর, যা উয়েফা কর্তৃক আয়োজিত হয়ে থাকে।[১] এটি একটি নতুন বিন্যাসের অধীনে প্রথম মৌসুম ছিল, যেখানে লিগ পর্যায়ে প্রতিটি দল বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে ৮টি ম্যাচ খেলেন, তবে ৩৬টি দলই একটি যৌথ গ্রুপে স্থান দেওয়া হয়।[২][৩]রিয়াল মাদ্রিদ এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৩টি রাষ্ট্রের সর্বমোট ৮১টি দল ২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে (শুধুমাত্র লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না এবং রাশিয়া, যা স্থগিত করা হয়েছিল)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক অ্যাসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হবে:[৫]
অ্যাসোসিয়েশন ১–৫ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ১৬–৫৫ (লিশটেনস্টাইন এবং রাশিয়া ব্যতীত) হতে ১টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৩–২৪ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে অংশগ্রহণ কতে পারবে।
২০২৩–২৪ মৌসুমে সবচেয়ে বেশি গুণাঙ্ক পয়েন্ট অর্জনকারী দুটি অ্যাসোসিয়েশনের লিগ পর্বে একটি করে ইউরোপীয় পারফরম্যান্স স্পট ছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ী দল ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট পূরণ করতে পারেনি।
২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য, ২০২৩ সালের উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৮–১৯ মৌসুম হতে ২০২২–২৩ মৌসুম পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত।[৬] এই টেবিলে উয়েফা থেকে রাশিয়ার চলমান স্থগিতাদেশের প্রতিফলন ঘটেছে।
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, নিম্নে উল্লেখিত ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে অতিরিক্ত দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে:
(ইপিএস) – ইউরোপীয় পারফরম্যান্স স্পট, ২০২৩–২৪ অ্যাসোসিয়েশন গুণাঙ্কের শীর্ষ দুইয়ে থাকা অ্যাসোসিয়েশনগুলির জন্য অতিরিক্ত স্থান।
(ইউসিএল) – ২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
(ইউইএল) – ২০২৩–২৪ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং
^রাশিয়া (আরইউএস): ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাশিয়ান ফুটবল ক্লাব এবং জাতীয় দলগুলিকে ফিফা এবং উয়েফা প্রতিযোগিতা থেকে স্থগিত করা হয়েছিল।[৭][৮]
প্রতিযোগিতার সময়সূচী নিম্নরূপ।[৯] বিগত মৌসুমের তুলনায়, একটি "একচেটিয়া সপ্তাহ" চালু করা হয়েছিল যার মধ্যে বৃহস্পতিবারও ম্যাচের দিন ছিল।[২][১০][১১] ফাইনাল খেলা বাদে মঙ্গল ও বুধবার বাকি সপ্তাহের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
↑ কখপয়েন্টে সমান (১৫), গোল পার্থক্য (+৮), গোল (২০), অ্যাওয়ে গোল (৬) এবং জয় (৫)। অ্যাওয়ে জয়ের ভিত্তিতে র্যাঙ্কিং: রিয়াল মাদ্রিদ ২, বায়ার্ন মিউনিখ ১।
↑ উয়েফা প্রয়োজনীয়তা পূরণ না হওয়ার ফলে ব্রেস্ত তাদের নিয়মিত স্টেডিয়াম ব্রেস্তেরস্তাদ ফ্রাঁসিস-লে ব্লের এর পরিবর্তে গুইনগ্যাম্পের স্তাদ দে রুদৌড়তে তাদের স্বাগতিক ম্যাচ গুলো খেলেছিলেন।[১২]
↑"Association coefficients 2022/23"। UEFA.com। Union of European Football Associations। জুলাই ২০১৮। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৩।