২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৯৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ১০ সেপ্টেম্বর ২০০৩ | |||
স্থান | ওসমানী মেমোরিয়াল হল, ঢাকা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | চিত্রা নদীর পারে | |||
শ্রেষ্ঠ অভিনেতা | জাহিদ হাসান শ্রাবণ মেঘের দিন | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শিমলা ম্যাডাম ফুলি | |||
সর্বাধিক পুরস্কার | চিত্রা নদীর পারে (৭) শ্রাবণ মেঘের দিন (৭) | |||
|
২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৪তম আয়োজন; যা ১৯৯৯ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১] পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।[২]
এই বছর ১৮টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[৩]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | তানভীর মোকাম্মেল | চিত্রা নদীর পারে |
শ্রেষ্ঠ পরিচালক | তানভীর মোকাম্মেল | চিত্রা নদীর পারে |
শ্রেষ্ঠ অভিনেতা | জাহিদ হাসান | শ্রাবণ মেঘের দিন[৪] |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শিমলা | ম্যাডাম ফুলি[২] |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | গোলাম মোস্তফা | শ্রাবণ মেঘের দিন |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | চিত্রা নদীর পারে | |
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | এটিএম শামসুজ্জামান | ম্যাডাম ফুলি |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | মাকসুদ জামিল মিন্টু | শ্রাবণ মেঘের দিন |
শ্রেষ্ঠ সুরকার | আলম খান | বাঘের থাবা |
শ্রেষ্ঠ গীতিকার | রশিদ উদ্দিন আহমেদ | শ্রাবণ মেঘের দিন |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী | সুবীর নন্দী | শ্রাবণ মেঘের দিন |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | তানভির মোকাম্মেল | চিত্রা নদীর পারে |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | তানভির মোকাম্মেল | চিত্রা নদীর পারে |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | কাজী হায়াৎ | আম্মাজান |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান | শ্রাবণ মেঘের দিন |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | উত্তম গুহ | চিত্রা নদীর পারে |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মফিজুল হক | শ্রাবণ মেঘের দিন |
শ্রেষ্ঠ মেকআপম্যান | দীপক কুমার সুর | চিত্রা নদীর পারে |