২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০১ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা৫ আগস্ট ২০০৩
প্রদান১০ সেপ্টেম্বর ২০০৩
স্থানওসমানী মেমোরিয়াল হল, ঢাকা
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রলালসালু
শ্রেষ্ঠ অভিনেতারাইসুল ইসলাম আসাদ
লালসালু
শ্রেষ্ঠ অভিনেত্রীমৌসুমী
মেঘলা আকাশ
সর্বাধিক পুরস্কারলালসালু (৮)
 ← ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৭তম → 

২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৬তম আয়োজন; যা ২০০১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[] এই বছর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া[]

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]

এই বছর একটি বিশেষ পুরস্কারসহ ২০টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[]

মেধা পুরস্কার

[সম্পাদনা]
রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০০ গ্রহণ করছেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে - ২০০১।
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র তানভীর মোকাম্মেল লালসালু
শ্রেষ্ঠ পরিচালক তানভীর মোকাম্মেল লালসালু
শ্রেষ্ঠ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ লালসালু
শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী মেঘলা আকাশ
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী লালসালু
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা শহীদুল আলম সাচ্চু লালসালু
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা এটিএম শামসুজ্জামান চুড়িওয়ালা
শ্রেষ্ঠ শিশু শিল্পী শোভন, শিপু, শান্তনু, টুইঙ্কেল, রিনি ও রাজিব বিচ্ছু বাহিনী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রেমের তাজমহল
শ্রেষ্ঠ সুরকার সত্য সাহা চুড়িওয়ালা[]
শ্রেষ্ঠ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার চুড়িওয়ালা
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী মনির খান প্রেমের তাজমহল
শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পী কনক চাঁপা প্রেমের তাজমহল

কারিগরী পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকার সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালু
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তানভীর মোকাম্মেল লালসালু
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নারগিস আক্তার মেঘলা আকাশ
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার হোসেন লালসালু
আবুল খায়ের শ্বশুরবাড়ী জিন্দাবাদ
শ্রেষ্ঠ সম্পাদক মুজিবুর রহমান দুলু মেঘলা আকাশ
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মহিউদ্দীন ফারুক মেঘলা আকাশ
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক আমির হোসেন বাবু মেঘলা আকাশ
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল লালসালু

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ 
  2. "PM to distribute film awards today"দ্য ডেইলি স্টার। ২০০৩-০৯-১০। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  4. কামরুজ্জামান (২০০৯-১০-১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?"দৈনিক প্রথম আলো। মে ১৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১৫