"(আই জাস্ট) ডাইড ইন ইয়োর আর্মস" | ||||
---|---|---|---|---|
কাটিং ক্রিউ এর একক | ||||
সম্প্রচার অ্যালবাম থেকে | ||||
বি-সাইড | "For The Longest Time" | |||
মুক্তি | ২৫শে জুলাই, ১৯৮৬ (যুক্তরাজ্য) ১লা জানুয়ারি, ১৯৮৭ (যুক্তরাষ্ট্র) | |||
ফরম্যাট | ৭" সিঙ্গেল | |||
রেকর্ড | ১৯৮৬ | |||
ধরন | পপ রক | |||
সময় | ৪:৪১ | |||
লেবেল | ভার্জিন | |||
গীতিকার | নিক ভ্যান ইড | |||
প্রযোজক | টেরি ব্রাউন জন জেনসেন কাটিং ক্রিউ | |||
কাটিং ক্রিউ একক কালানুক্রম | ||||
|
(আই জাস্ট) ডাইড ইন ইয়োর আর্মস হলো বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কাটিং ক্রিউ এর সবচেয়ে জনপ্রিয় গান। এই গানটির গীতিকার ব্যান্ডটির সদস্য নিক ভ্যান ইড। গানটি লেখেন নিক ভ্যান ইডি নিজেই। গানটি রিলিজ হয় ২৫ শে জুলাই ১৯৮৬ সালে। এছাড়া গানটির দুটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। এটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফিনল্যান্ডে টপ চার্টে উঠে আসে। এছাড়াও টপ ফাইভে উঠে আসে যথাক্রমে যুক্তরাজ্য, আফ্রিকা, সুইডেন এবং সুইজারল্যান্ডে।
তালিকা (১৯৮৬–৮৭) | টপচার্টে স্থান |
---|---|
অস্ট্রেলিয়া | ৮ |
অষ্ট্রিয়া | ৯ |
বেলজিয়াম [১] | ১৯ |
কানাডা[২] | ১ |
ফিনল্যান্ড | ১ |
জার্মানি | ৪ |
আয়ারল্যান্ড | ২ |
নিউজিল্যান্ড | ৫০ |
নেদারল্যান্ড | ৯ |
নরওয়ে | ১ |
সুইডেন | ২ |
সুইজারল্যান্ড | ৪ |
ইউকে সিঙ্গেলস | ৪ |
ইউএস বিলবোর্ড হট ১০০ | ১ |
ইউএস বিলবোর্ড Album Rock Tracks | ৪ |