.ইনফো

.ইনফো
প্রস্তাবিত হয়েছে২০০১; ২৩ বছর আগে (2001)
টিএলডি ধরনজেনেরিক টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিঅ্যাফিলিয়াস
প্রস্তাবের উত্থাপকনা
উদ্দেশ্যে ব্যবহারতথ্যমূলক ওয়েবসাইট
বর্তমান ব্যবহারসাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়
নিবন্ধনের সীমাবদ্ধতানা
কাঠামোদ্বিতীয় স্তরে রেজিস্ট্রেশন অনুমোদিত
নথিপত্রআইসিএএনএন রেজিস্ট্রি চুক্তি
বিতর্ক নীতিমালাইউডিআরপি

.ইনফো (ইংরেজি: .info) ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেমের একটি জেনেরিক টপ-লেভেল ডোমেইন (জিটিএলডি)। নামটি information থেকে প্রাপ্ত, যদিও নিবন্ধকরণের প্রয়োজনীয়তাগুলি কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে না।[]

.ইনফো ২০০০ সালের এর শেষ দিকে আইসিএএনএন-র অত্যন্ত প্রচারিত ঘোষণার ডোমেইন, সাতটি নতুন জেনেরিক টপ-লেভেল ডোমেইন পর্যায়ক্রমে প্রকাশিত হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

.ইনফো তৈরি হওয়ার পর থেকেই অ্যাফিলিয়াস দ্বারা পরিচালিত হয়ে আসছে। ২০০৩ সালে, এটিই প্রথম জিটিএলডি ডোমেইন যা আইইটিএফ স্ট্যান্ডার্ড-ভিত্তিক আন্তর্জাতিক ডোমেইন নামগুলিকে সমর্থন করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ICANN | Archives | Top-Level Domains (gTLDs)"archive.icann.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  2. "Magnificent seven? - 17 November 2000 - New Scientist"web.archive.org। ২০১২-০২-২৫। Archived from the original on ২০১২-০২-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  3. "IDN Backgrounder | Afilias"afilias.info। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]