![]() ২০১৭ সালে ক্যামেরুনের হয়ে অঁগিসা | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অঁদ্রে-ফ্রাঙ্ক জম্বো অঁগিসা[১] | ||
জন্ম | ১৬ নভেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | ইয়াউন্দে, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
জার্সি নম্বর | ৯৯ | ||
যুব পর্যায় | |||
২০১৩–২০১৪ | কোতোঁ | ||
২০১৪–২০১৫ | রেঁস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৮ | মার্সেই | ৭৯ | (০) |
২০১৮–২০২২ | ফুলহ্যাম | ৬১ | (০) |
২০১৯–২০২০ | → ভিয়ারিয়াল (ধার) | ৩৬ | (২) |
২০২১–২০২২ | → নাপোলি (ধার) | ২৫ | (০) |
২০২২– | নাপোলি | ৩৮ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৭– | ক্যামেরুন | ৪৮ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
অঁদ্রে-ফ্রাঙ্ক জম্বো অঁগিসা (ফরাসি: André-Frank Zambo Anguissa; জন্ম: ১৬ নভেম্বর ১৯৯৫; অঁদ্রে অঁগিসা নামে সুপরিচিত) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব নাপোলি এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
অঁগিসা ২০১৭ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৮ ম্যাচে ৫টি গোল করেছেন।
অঁদ্রে-ফ্রাঙ্ক জম্বো অঁগিসা ১৯৯৫ সালের ১৬ই নভেম্বর তারিখে ক্যামেরুনের ইয়াউন্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৭ সালের ২৪শে মার্চ তারিখে, ২১ বছর, ৪ মাস ও ৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী অঁগিসা তিউনিসিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি তিউনিসিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে অঁগিসা সর্বমোট ১১ ম্যাচে ২টি গোল করেছেন।
অঁগিসা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[৪][৫][৬][৭]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ক্যামেরুন | ২০১৭ | ১১ | ২ |
২০১৮ | ৪ | ০ | |
২০১৯ | ৯ | ০ | |
২০২০ | ২ | ১ | |
২০২১ | ৯ | ২ | |
২০২২ | ১১ | ০ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ৪৮ | ৫ |