ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অঁদ্রে ওনানা ওনানা[১] | ||
জন্ম | ২ এপ্রিল ১৯৯৬ | ||
জন্ম স্থান | মধ্য অঞ্চল, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৪ | ||
যুব পর্যায় | |||
সামুয়েল এতো অ্যাকাডেমি | |||
২০১০–২০১৫ | বার্সেলোনা | ||
২০১২–২০১৩ | → কর্নেয়া (ধার) | ||
২০১৩–২০১৪ | → ভিস্তা আলেগ্রে (ধার) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | ইয়ং আয়াক্স | ৩৯ | (০) |
২০১৬–২০২২ | আয়াক্স | ১৪৮ | (০) |
২০২২–২০২৩ | ইন্টার মিলান | ২৪ | (০) |
২০২৩– | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | ক্যামেরুন | ৩৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:১৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:১৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
অঁদ্রে ওনানা ওনানা (ফরাসি: André Onana, ফরাসি উচ্চারণ: [ɑ̃dʁe ɔnana]; জন্ম: ২ এপ্রিল ১৯৯৬; অঁদ্রে ওনানা নামে সুপরিচিত) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
ক্যামেরুনীয় ফুটবল ক্লাব সামুয়েল এতো অ্যাকাডেমির হয়ে খেলার মাধ্যমে ওনানা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বার্সেলোনার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, ওলন্দাজ ক্লাব ইয়ং আয়াক্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ইয়ং আয়াক্সের হয়ে তিন মৌসুমে ৩৯ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৬–১৭ মৌসুমে তিনি আয়াক্সে যোগদান করেছিলেন। আয়াক্সের হয়ে তার তৃতীয় মৌসুমে তিনি এরিক টেন হাখের অধীনে ২০১৮–১৯ এরেডিভিজির শিরোপা জয়লাভ করেছেন। আয়াক্সে ছয় মৌসুম অতিবাহিত করার পর ইতালীয় ক্লাব ইন্টার মিলানের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৪১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০২৩–২৪ মৌসুমে, তিনি প্রায় ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মিলান হতে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছেন।
ওনানা ২০১৬ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
অঁদ্রে ওনানা ওনানা ১৯৯৬ সালের ২রা এপ্রিল তারিখে ক্যামেরুনের মধ্য অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। ওনারার চাচাতো ভাই ফাব্রিস ওন্দোয়া-ও একজন ফুটবল খেলোয়াড়।[৩]
২০১০ সালে মাত্র ১৩ বছর বয়সে, ক্যামেরুনীয় ফুটবলার সামুয়েল ইতো-এর ক্রিয়া স্কুল "সামুয়েল ইতো ফাউন্ডেশন"-এ খেলা শুরু করেছিলেন, পরবর্তীকালে কাতালুনীয় ফুটবল ক্লাব বার্সেলোনার যুব দলে যোগদান করেছিলেন।[৪] ২০১৫ সালের জানুয়ারি মাসে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, তিনি একই বছরের জুলাই মাসে ওলন্দাজ ফুটবল ক্লাব আয়াক্সে যোগদান করবেন।[৫][৬][৭][৮] ২০১৫ সালের নভেম্বর মাসে, নেদারল্যান্ডের ফুটবল লিগ এরস্টে ডিভিজির ক্লাব আয়াক্সের দ্বিতীয় সারির দল ইয়ং আয়াক্সের হয়ে তার অভিষেক করেছিলেন। ২০১৭ সালের মে মাসে তিনি ২০২১ সাল আয়াক্সের সাথে নতুন চুক্তি নবায়ন করেছিলেন।[৯]
২০১৬ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ২০ বছর, ৫ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওনানা গ্যাবনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন।[১০] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[১১] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[১২] ম্যাচটি ক্যামেরুন ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১৩] ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে ওনানা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ওনানা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[১৪][১৫][১৬][১৭]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ক্যামেরুন | ২০১৬ | ১ | ০ |
২০১৭ | ১ | ০ | |
২০১৮ | ৬ | ০ | |
২০১৯ | ৮ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ২ | ০ | |
২০২২ | ১৪ | ০ | |
সর্বমোট | ৩৪ | ০ |