অঁরি ল্যফেভ্র | |
---|---|
Henri Lefebvre | |
জন্ম | আজেৎমো, ফ্রান্স | ১৬ জুন ১৯০১
মৃত্যু | ২৯ জুন ১৯৯১ নাভারেঁক্স, ফ্রান্স | (বয়স ৯০)
জাতীয়তা | ফরাসি |
পেশা |
|
যুগ | সমকালীন দর্শন |
অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
ভাষা | ফরাসি |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
মাতৃ-শিক্ষায়তন | পারি বিশ্ববিদ্যালয় (স্নাতক, ১৯২০;[১] দক্তরা দেতা, ১৯৫৪)[২] |
যার দ্বারা প্রভাবিত | |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
যুগ | সমকালীন দর্শন |
বিদ্যালয় বা ঐতিহ্য | পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য মার্ক্সবাদ হেগেলীয় মার্ক্সবাদ |
প্রতিষ্ঠান | স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয় (১৯৬১–১৯৬৫) পারি নঁতের বিশ্ববিদ্যালয় (১৯৬৫–১৯৯১) |
ডক্টরাল শিক্ষার্থী | জঁ বোদ্রিয়ার |
প্রধান আগ্রহ |
|
উল্লেখযোগ্য ধারণা |
|
যাদের প্রভাবিত করেন | |
অঁরি ল্যফেভ্র[ক][খ] (ফরাসি: Henri Lefebvre, উচ্চারণ: [ɑ̃ʁi ləfɛvʁ] (; ১৬ই জুন ১৯০১ – ২৯শে জুন ১৯৯১) ছিলেন একজন )ফরাসি মার্ক্সবাদী দার্শনিক ও সমাজবিজ্ঞানী। তিনি ছিলেন রোজকার জীবনের সমালোচনার পথিকৃৎ এবং শহরের অধিকার ও সামাজিক স্থানোৎপাদন ধারণার প্রবর্তক। এছাড়া দ্বান্দ্বিক বস্তুবাদ ও পরীকরণ বিষয়ে তাঁর কাজ এবং স্তালিনবাদ, অস্তিত্ববাদ ও কাঠামোবাদের সমালোচনার জন্য তিনি সুপরিচিত। তাঁর বহুপ্রজ পেশাজীবনে ল্যফেভ্র ষাটটির বেশি বই এবং তিনশতাধিক প্রবন্ধ লিখেছেন।[৪] তিনি ফিলোজফি, লা র্যভ্যু মার্ক্সিস্ত, আর্গ্যুমঁ, সোসিয়ালিস্ম উ বার্বারি এবং এস্পাস জে সোসিয়েতের মতো বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও আকাদেমীয় জার্নাল প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠায় অংশ নিয়েছিলেন।[৫]
<ref>
ট্যাগ বৈধ নয়; Schrift p. 152
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি