ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ভারতীয় | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | নিদানি, ঝিন্দ জেলা, হরিয়ানা, ভারত | ৫ আগস্ট ২০০১||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফিট ৩ ইঞ্চ[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দেশ | ভারত | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ফ্রিস্টাইল কুস্তি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | ৫৭ কেজি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কলেজ দল | চৌধুরি ভারত সিং মেমোরিয়াল স্পোর্টস স্কুল, নিদানি, ঝিন্দ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | রামচন্দ্র পাওয়ার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
অংশু মালিক (জন্ম ৫ইআগস্ট, ২০০১) একজন ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগির। তিনি কুস্তিগির পরিবার থেকে এসেছেন। তিনি নিদানির চৌধারী ভারত সিং মেমোরিয়াল স্পোর্টস স্কুলে কোচ জগদীশের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। অংশুর বাবা ধর্মবীর মালিক একজন আন্তর্জাতিক কুস্তিগির ছিলেন এবং সিআইএসএফের সাথে কাজ করেছিলেন। অংশু ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপের ৬০ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন।[১][২][৩]
কাজাখস্তানের আয়োজিত এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারের চূড়ান্ত পর্যায়ে উঠে অংশূ ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৬০ কেজি মহিলাদের একক কুস্তি বিভাগে অংশগ্রহণের জন্যে একটি কোটা স্থান অর্জন করেছেন।[৪] [৫][৬]