অন্ধ রাজ্য | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||||
১৬৯৯–১৯৪৮ | |||||||||
পতাকা | |||||||||
![]() ইম্পেরিয়াল গেজেটে অন্ধ রাজ্য | |||||||||
আয়তন | |||||||||
• 1941 | ১,২৯৮ বর্গকিলোমিটার (৫০১ বর্গমাইল) | ||||||||
জনসংখ্যা | |||||||||
• 1941 | 88,762 | ||||||||
ইতিহাস | |||||||||
• প্রতিষ্ঠিত | ১৬৯৯ | ||||||||
• ভারতের স্বাধীনতা | ১৯৪৮ | ||||||||
| |||||||||
বর্তমানে যার অংশ | মহারাষ্ট্র, ভারত | ||||||||
![]() |
অন্ধ রাজ্য ছিল ব্রিটিশ রাজ্যে বোম্বাই প্রেসিডেন্সির ডেকান স্টেটস এজেন্সি বিভাগের একটি মারাঠা দেশীয় রাজ্য।[১][২]
১৯৪১ সালে ১২৯৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছিল ৮৮৭৬২ জন লোক বসবাস করতো। [৩]
রাজ্যের রাজধানী ছিল অন্ধ।[৩]
অন্ধ ছিল ছত্রপতি সাম্বাজির পরশুরাম ত্রিম্বক প্যান্ট প্রতিনিধিকে মঞ্জুর করা জায়গির, যিনি সেনাপতি এবং প্রশাসক ছিলেন এবং পরবর্তী সময়ে ছত্রপতি সাম্বাজি এবং ছত্রপতি রাজারাম মারাঠা সাম্রাজ্য রাজত্বকালে তিনি সাম্রাজ্যের প্রতিনিধি হন।[৪] তিনি পুনরায় পানহালা ফোর্ট ধরে রাখার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূূপালদাগ দুর্গ ১৭০০-১৭০৫ সময়কালে মোগলদের থেকে রক্ষা করে।[৫]
পেশোয়া শাসনের পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব জায়গিরদার,যারা নামমাত্র রাজা অধীনস্থ ছিল, সঙ্গে ১৮২০ সালে সাতারাতে পৃথক চুক্তি করে।[৬] এটি ব্রিটিশ দেশীয় রাজ্য হয়। এর সর্বশেষ শাসক ছিলেন রাজা শ্রীমন্ত ভবানরব শ্রিনীবাসারো পান্ত প্রতিনিধি (" বালা সাহেব")। রাজ্যটি ১৯৪৮ সালের ৮ ই মার্চ ভারতের ইউনিয়নে যোগ দেয়।[৭][৩]
আউন্ডের হিন্দু শাসকরা "পান্ত প্রতিনিধি" উপাধি ব্যবহার করতেন।
রাষ্ট্রের ভিত্তি অন্ধ | ||||
---|---|---|---|---|
রাজকুমারী (রাজস), পান্ত প্রতিনিধি উপাধি সহ | ||||
শুরু | শেষ | রাজা | জন্ম | মৃত্যু |
১৬৯৮ | ১৭১৮-০৫-২৭ | পরশুরাম ত্রিম্বক | ১৬৬০ খ্রিস্টাব্দে | ১৭১৮ |
১৭১৮ | ১৭৪৬-১১-২৫ | শ্রীনিবাসরাও পরশুরাম | ১৬৮৭ | 1746 |
১৭৪৬ | ১৭৫৪ | জগজীবন পরশুরাম | ১৬৯১ | 1754 |
১৭৫৪ | ১৭৭৬-০৪-০৫ | শ্রীনিবাসরাও গঙ্গাধর | ১৭৭৬ | |
১৭৭৬ | ১৭৭৭-০৮-৩০ | ভগবন্ত রাও | ১৭৭৭ | |
১৭৭৭-০৮-৩০ | ১৮৪৮-০৬–১১ | পরশুরামরাও শ্রীনিবাস "থোতো পান্ত" (পেশোয়া বন্দী ১৮০৬-১৮১৮) |
১৭৭৭ | ১৮৪৮ |
১৮৪৮–০৬–১১ | ১৯০১ | শ্রীনিবাসরাও পরশুরাম "আনা সাহেব" | ১৮৩৩-১১-২৭ | ১৯০১ |
১৯০১ | ১৯০৫ | পরশুরামরাও শ্রীনিবাস "দাদা সাহেব" | ১৮৫৮-০২-১৭ | ১৯০৫ |
১৯০৫-১১-০৩ | ১৯০৯-১১-০৪ | গোপালকৃষ্ণরও পরশুরাম "নান সাহেব" | ১৮৭৯-০১-২৬ | |
১৯০৯-১১-০৪ | ১৯৪৭-০৮-১৫ | ভবানরাও শ্রিনীবাসারও পান্ত প্রতিনিধি "বালা সাহেব" | ১৮৬৭-১০-২৪ | ১৯৫১-০৪-১৩ |
প্রধানমন্ত্রী | ||||
থেকে | প্রতি | রাজা | জন্ম | মৃত্যু |
১৯৪৪ | ১৯৪৮ | পরশুরাম রাও পান্ত "আপা সাহেব" [৯] | ১৯১১–০৯–১১ | ১৯৯২-১০-০৫ |
ধারাটি নামমাত্র চালিয়ে যায় | ||||
---|---|---|---|---|
শুরু | শেষ | রাজা | জন্ম | মৃত্যু |
১৯৫১ | ১৯৬২ | শ্রীমন্ত ভগবন্ত রাও ত্রিম্বক "বাপু সাহেব" [১০] | ১৯১৯ | ২০০৭-০৪-০৮ |