অওরত মার্চ

২০১৯ সালের নারীবাদী আন্দোলন অওরত মার্চে প্ল্যাকার্ড বহনকারী দু'জন নারী

অওরত মার্চ (উর্দু: عورت مارچ‎, অনুবাদ 'নারী কুচকাওয়াজ'‎) হল আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার এবং কোয়েটার মতো পাকিস্তানের শহরগুলিতে একটি বার্ষিক সামাজিক-রাজনৈতিক পদযাত্রা। আন্দোলনটির উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের সমাজের নারীদের সর্বপ্রকার স্বাধীনতা আদায় করা, আন্দোলনে শুধু নারীরা নয়, কিছু পুরুষেরাও জড়ান যারা মূলত নারীবাদের সমর্থক এবং পুরুষতন্ত্রবাদের বিরোধিতা করেন।

আন্দোলনে অধিকাংশ নারীদেরই শার্ট-প্যান্ট পরে রাস্তায় নামতে দেখা গেছে যারা নারীদের পোশাকের স্বাধীনতারও বিভিন্ন প্ল্যাকার্ড বার্তা বহন করে চলেন। নারীরা পাকিস্তানের সমাজে স্বাধীন ভাবে চলাফেরা করার অধিকার সহ প্রেম-ভালোবাসার নিজস্ব স্বাধীনতাও চান, তারা বিয়ের করার ক্ষেত্রেও নিজেদের স্বাধীনতা পাবার জন্য আন্দোলন করেন, আন্দোলনের অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে সন্তান না নেবার ইচ্ছা এবং কর্মজীবী হয়ে বেকার পুরুষকে বিয়ে করার অধিকার।[]

পাকিস্তানের সমাজে চলা সম্মান রক্ষার্থে হত্যা এবং যৌন হয়রানির অবসানও অওরত মার্চের আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবী।[] পাকিস্তানের সমাজে যুগ যুগ ধরে চলা নারী-পরাধীনতা এবং নারীদের পুরুষদের দ্বারা যৌন-ব্যবহারের বিরুদ্ধ চিন্তা থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয়েছিলো, যদিও আন্দোলনকারী নারীরা যৌনতার পুরোপুরি বিরোধিতা করেননা।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Social constructionism and women empowerment"Daily Times (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫ 
  2. Shah, Zuneera (২০১৮-০৩-১২)। "Why the Aurat March is a revolutionary feat for Pakistan"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৭ 
  3. "Women on the march"dawn.com। ১০ মার্চ ২০২০। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]