অক্ষয় খান্না | |
---|---|
![]() | |
জন্ম | মুম্বই, মহারাষ্ট্র, ভারত | ২৮ মার্চ ১৯৭৫
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৭ - বর্তমান |
অক্ষয় খান্না (হিন্দি: अक्षय खन्ना; জন্মঃ ২৮ মার্চ ১৯৭৫) ভারতের একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'হিমালয়পুত্র' দ্বারা চলচ্চিত্রে পদচারণা শুরু করেন, তার পিতা বিনোদ খান্না সত্তরের দশকের হিন্দি চলচ্চিত্রের অভিনেতা ছিলেন।[১][২]
১৯৭৫ সালের ২৮ মার্চ মুম্বইতে অভিনেতা বিনোদ খান্না এবং গীতাঞ্জলির ঘরে অক্ষয় জন্মগ্রহণ করেন।[৩] বিনোদ-গীতাঞ্জলির আরেক পুত্র রাহুল ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন।[৪]
অক্ষয় খান্না মুম্বইয়ের 'কিশোর নমিত কাপুর এ্যাক্টিং ইন্সটিটিউট'-এ অধ্যায়ন করে ১৯৯৭ সালে 'হিমালয়পুত্র' দ্বারা চলচ্চিত্র জগতে ঢোকেন তারা পিতা বিনোদের সাহায্যে। চলচ্চিত্রটিতে বিনোদ প্রযোজকও ছিলেন আবার একটি চরিত্রে অভিনয়ও করেন, কিন্তু অক্ষয় এই চলচ্চিত্রের মাধ্যমে কোনো পরিচিতি পাননি এবং ওটি একটুও ব্যবসা করতে পারেনি।[৫] অক্ষয় অভিনীত প্রথম ঐ চলচ্চিত্রের নায়িকা ছিলেন অঞ্জলি জাভেরি।
১৯৯৭ সালে জে. পি. দত্ত পরিচালিত 'বর্ডার' চলচ্চিত্র মুক্তি পায় যেখানে অক্ষয় খান্না ভারতীয় সেনাবাহিনীর এক নব কমিশন্ড কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এবং ১৯৯৮ সালে 'শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার' জেতেন এবং 'শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার'-এর মনোনয়ন পেয়ে যান।[৬] এই চলচ্চিত্রে পূজা ভাট তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালে অক্ষয় মাধুরী দীক্ষিতের সঙ্গে 'মোহাব্বাত' ছবিতে কাজ করেন, তবে ওটিও 'হিমালয়পুত্র' এর মতো মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো। এছাড়া উর্মিলা মাটন্ডকরের বিপরীতে তিনি 'কুদরত' (১৯৯৮), মনীষা কৈরালার সঙ্গে 'লাওয়ারিস' (১৯৯৯) এবং সোনালী বেন্দ্রের সঙ্গে 'দহক' (১৯৯৯) চলচ্চিত্রতে অভিনয় করেন, তবে এগুলো অতটা ভালো ব্যবসা করতে পারেনি।
১৯৯৯ সালে তার ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই এর সঙ্গে অভিনয় করা দুটি চলচ্চিত্র মুক্তি পায়, একটি হলো অভিনেতা ঋষি কাপুরের পরিচালনায় 'আ আব লট চলে' যেটিতে মহানায়ক রাজেশ খান্না অক্ষয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, আরেকটি হলো সুভাষ ঘাই পরিচালিত 'তাল', আ আব লট চলে মোটামুটি ব্যবসা করেছিলো আর তাল ভালো ব্যবসা করার সঙ্গে সঙ্গে খুবই দর্শকপ্রিয়তা পায়।[৭]
২০০১ সালে গীতিকার জাভেদ আখতারের পুত্র ফারহান আখতারের পরিচালনায় 'দিল চাহতা হে' চলচ্চিত্রে অক্ষয় আমির খান এবং সাইফ আলি খানের সাথে তাদের বন্ধু চরিত্রে অভিনয় করেন। তিনি এই চলচ্চিত্রে তার চেয়ে বয়স্ক এক নারীর প্রেমে পড়েন যে চরিত্রে রাজেশ খান্নার পত্নী ডিম্পল কাপাডিয়া অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ২০০১ সালের অন্যতম সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে পরিগণিত হয়, এদিক দিয়ে আমির খানের অন্য একটি চলচ্চিত্র 'লগান' এবং করণ জোহর পরিচালিত 'কাভি খুশি কাভি ঘাম' এর পরেই ছিলো দিল চাহতা হে'র অবস্থান। অক্ষয় খান্না চলচ্চিত্রে সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করে ২০০২ সালে 'ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং এ্যাক্টর' পুরস্কার জিতে যান।[৮]
২০০২ সালে আব্বাস-মাস্তান পরিচালকদ্বয়ের 'হামরাজ' চলচ্চিত্রে অক্ষয় খান্না ববি দেওল এবং আমীশা প্যাটেলের সাথে অভিনয় করেন, চলচ্চিত্রটিতে তিনি ভিলেন চরিত্রে ছিলেন। অক্ষয় খান্না এই চলচ্চিত্রের কারণে দর্শকপ্রিয়তা পান এবং 'শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার' বিষয়শ্রেণীতে মনোনয়ন পান।[৯] এরপর খান্না পরিচালক প্রিয়দর্শন পরিচালিত কমেডি ঘরানার চলচ্চিত্র 'হাঙ্গামা' (২০০৩) এবং 'হালচাল' (২০০৪) এ অভিনয় করেন যা ব্যাপক ব্যবসাসফলতা এবং তুমুল দর্শপ্রিয়তা পায়।[১০][১১]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৯৮ | স্ক্রিন অ্যাওয়ার্ডস | সর্বাধিক আশাপ্রদ নবাগত - পুরুষ[১২] | হিমালয় পুত্র | বিজয়ী |
১৯৯৮ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | বর্ডার | বিজয়ী |
১৯৯৮ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | বর্ডার | মনোনীত |
২০০২ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | দিল চাহতা হ্যায় | বিজয়ী |
2002 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | বিশেষ জুরি পুরস্কার[১২] | Dil Chahta Hai | বিজয়ী |
2002 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | সেরা সাপোর্টিং অ্যাক্টর[১২] | Dil Chahta Hai | মনোনীত |
2002 | জী সিনে পুরস্কার | সেরা সাপোর্টিং অ্যাক্টর - পুরুষ[১২] | Dil Chahta Hai | মনোনীত |
2003 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | সেরা অভিনেতা[১২] | Deewangee | মনোনীত |
2003 | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা নেতিবাচক ভূমিকা | Humraaz | মনোনীত |
2003 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | সেরা ভিলেন [১২] | Humraaz | মনোনীত |
2003 | জী সিনে পুরস্কার | নেতিবাচক ভূমিকা শ্রেষ্ঠ অভিনেতার | Humraaz | মনোনীত |
2003 | আইআইএফএ পুরস্কার | সেরা ভিলেন | Humraaz | বিজয়ী |
2007 | অস্ট্রেলিয়ান ভারতীয় ছায়াছবি | শ্রেষ্ঠ পারফরমেন্স পুরস্কার [তথ্যসূত্র প্রয়োজন] | Gandhi, My Father | বিজয়ী |
2007 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | Best Actor | Gandhi, My Father | মনোনীত |
2009 | স্ক্রিন অ্যাওয়ার্ডস | সেরা ভিলেন | রেস | বিজয়ী |
2009 | আইআইএফএ পুরস্কার | সেরা ভিলেন[১২] | রেস | বিজয়ী |
2018 | জী সিনে পুরস্কার | সেরা সাপোর্টিং অ্যাক্টর - পুরুষ | ইত্তেফাক | মনোনীত |