অক্ষরেখা

মারকেটর অভিক্ষেপ এবং বিশ্বের মানচিত্র অঙ্কনে এর ব্যবহার। ১৬দশ শতাব্দিতে ডাচরা প্রথম এই অভিক্ষেপটি ব্যবহার করে।

অক্ষ রেখা, বা, অক্ষ বৃত্ত হচ্ছে পৃথিবীর পূর্ব–পশ্চিমকে পূর্ণভাবে আবৃত করে রাখা বিমূর্ত কতগুলো বৃত্তরেখা যা একই অক্ষাংশের সকল স্থানকে (উচ্চতা উপেক্ষা করে) সংযুক্ত করে।

অক্ষ বৃত্তগুলিকে প্রায়শই সমান্তরাল বৃক্ত বলা হয় কারণ তারা একে অপরের সমান্তরাল; অর্থাৎ, কোনো সমতলে তাদের স্থাপন করা হলে এরা কখনোই একে অপরকে ছেদ করে না। কোনো অক্ষ বৃত্তস্থ একটি স্থানের অবস্থান তার দ্রাঘিমাংশ দ্বারা প্রকাশ করা হয়। অক্ষ রেখাগুলি দ্রাঘিমা রেখার মতো নয়; এরা নিরক্ষীয় অঞ্চল হতে দূরত্ব বাড়ার সাথে সাথে ক্রমান্বয়ে ক্ষুদ্রাকৃতির হতে থাকে। তাদের দৈর্ঘ্য একটি সাধারণ সাইন বা কোসাইন অপেক্ষক দ্বারা পরিগণনা করা হয়। উত্তর বা দক্ষিণের ৬০তম সমান্তরাল রেখাটি লম্বায় নিরক্ষরেখার অর্ধেক (পৃথিবীর বক্রতাকে সমতলে রূপান্তরের ০.৩% উপেক্ষা করা হয়েছে)। একটি অক্ষ বৃত্ত সকল দ্রাঘিমা রেখায় লম্ব হিসাবে আপতিত হয়।[]

প্রধান অক্ষ রেখা সমূহ

[সম্পাদনা]
The five major circles of latitude shown on an equirectangular projection of Earth.
Relationship of Earth's axial tilt (ε) to the tropical and polar circles

পৃথিবীতে মোট ৫টি প্রধান অক্ষ রেখা রয়েছে। সূর্যের আবর্তনের কারণে এদের মান সুনির্দিষ্ট নয়; এদের মান ২ ডিসেম্বর ২০২৪:[]

নিরক্ষরেখা

[সম্পাদনা]

নিরক্ষরেখা এমন একটি বৃত্ত যেটি উত্তর ও দক্ষিণ হতে সমান দূরত্বে অবস্থিত।একে বিষুবরেখাও বলা হয়।

নিরক্ষরেখা

মেরু বৃত্ত

[সম্পাদনা]

মেরু বৃত্তের অক্ষ রেখার মান ৯০° হতে পৃথিবীর অক্ষীয় হেলানো মানের (২৩°৩০" কৌণিক মানের) বিয়োগফলের (৬৬°৩০" কৌণিক মানের) সমান।

সুমেরু বৃত্ত
 
কুমেরু বৃত্ত

ক্রান্তীয় বৃত্ত

[সম্পাদনা]

কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি হচ্ছে পৃথিবীর সর্বোত্তর ও সর্বদক্ষিণের অক্ষ রেখা যেখানে সূর্য সরাসরি উপরিভাগে অবস্থান করে ও লম্বভাবে কিরণ দেয় (যথাক্রমে জুনে উত্তরায়ন ও ডিসেম্বরে দক্ষিণায়নের সময়); এর উত্তরে বা দক্ষিণে সূর্য সরাসরি লম্বভাবে অবস্থান করে না।

ক্রান্তীয় বৃত্তের অক্ষ রেখার মান পৃথিবীর অক্ষীয় হেলানো মানের (২৩৩০" কৌণিক মানের) সমান।

কর্কটক্রান্তি
 
মকরক্রান্তি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kher, Aparna। "What Are Longitudes and Latitudes?"timeanddate.com। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. "''Trópico en movimiento'' (in Spanish)"। Groups.google.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]