অগ্নিজল | |
---|---|
![]() | |
ধরন | পৌরাণিক প্রেমকাহিনী |
নির্মাতা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
লেখক | কাহিনী সাহানা দত্ত সংলাপ শর্বরী ঘোষাল এবং সুপর্ণা চৌধুরী |
পরিচালক | অনুপম হরি |
শ্রেষ্ঠাংশে | রোহিত সামন্ত টুম্পা ঘোষ সুদীপ মুখোপাধ্যায় সোহিনী স্যানাল দিত্য দাস |
প্রারম্ভিক সঙ্গীত | সমবেত কণ্ঠে অগ্নিজল |
সুরকার | উপালি চট্টোপাধ্যায় |
দেশ | ![]() |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ২৪১ |
নির্মাণ | |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
নির্মাণ স্থান | কলকাতা |
স্থিতিকাল | প্রায় ২২ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | |
নেটওয়ার্ক | স্টার জলসা |
মুক্তি | ২১ নভেম্বর ২০১৬ ২৩ জুলাই ২০১৭ | –
অগ্নিজল ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায় পূর্বে প্রচারিত একটি ধারাবাহিক নাটক। নাটকটি প্রযোজনা করে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রোহিত সামন্ত ও টুম্পা ঘোষ এবং খলচরিত্রে অভিনয় করেন সুদীপ মুখোপাধ্যায় ও তুলিকা বসু। ২০১৬ সালের ২১ নভেম্বর থেকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালার পরিবর্তে অগ্নিজলের সম্প্রচার শুরু হয়েছিল।
মধ্যযুগীয় ভারতবর্ষের প্রেক্ষাপটে ক্ষমতার লালসা, ষড়যন্ত্র, যুদ্ধ এবং রাজা দেবদক্ষ ও দেবদাসী সৌরজার অসাধারণ প্রেমের গল্প অগ্নিজল।
সহস্রনগরীর রাজা দেবদক্ষ ললাটাক্ষ মন্দিরের দেবদাসী সৌরজার প্রেমে পড়েন। কিন্তু মন্দিরের পুরোহিত আচার্য্য ধীরত্ন তাদের প্রেমের বিরুদ্ধে যান এবং ষড়যন্ত্র শুরু করেন।
দেবদক্ষ রাজা দেববর্মা ও রানি বেদান্তিকার সন্তান। ছোটো দুই ভাই ও বোনের মধ্যে গাঙ্গেয় দেবদক্ষের খুবই ঘনিষ্ঠ। কিন্তু দেবদক্ষ গাঙ্গেয়'র মা, রাজা দেববর্মার দ্বিতীয়া স্ত্রী তমাক্ষির চক্ষুশূল। রানি তমাক্ষি চাইতেন গাঙ্গেয় যেন সহস্র নগরীর পরবর্তী রাজা হন। কিন্তু রাজা দেববর্মার আকস্মিক মৃত্যুতে দেবদক্ষ রাজা হন এবং দেবদাসী সৌরজার প্রেমে পড়েন।
সৌরজার মা দেবদাসী কলাবতী কখনই চাইতেন না, তার মেয়েও তারই মতো দেবদাসী হোক এবং এই জন্যই তিনি মেয়েকে আচার্য্য ধীরত্নের থেকে আড়ালে রাখতেন। কিন্তু ধূর্ত ধীরত্ন সৌরজাকে খুঁজে বের করে এবং ঘোষণা করে যে সৌরজাই হবে মন্দিরের পরবর্তী দেবদাসী। কিন্তু শেষ পর্যন্ত সৌরজাকে বাঁচাতে দেবদক্ষ তাকে বিয়ে করে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |