অঙ্কিতা লোখন্ডে | |
---|---|
अंकिता लोखंडे | |
জন্ম | তনুজা লোখন্ডে ১৯ ডিসেম্বর ১৯৮৩ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | অ্যাঙ্কি, মিন্টি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
পরিচিতির কারণ | পবিত্র রিশতা |
আদি নিবাস | উজ্জয়িনী, মধ্যপ্রদেশ, ভারত |
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
সঙ্গী | সুশান্ত সিং রাজপুত (২০১০-২০১৬) |
পরিবার | জ্যোতি লোখন্ডে (বোন) সুরজ লোখন্ডে (ভাই) |
পুরস্কার | নিচে দেখুন |
অঙ্কিতা লোখন্ডে হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি ২০০৯ সালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিশতায় অভিনয়ের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় নৃত্যবিষয়ক অনুষ্ঠান ঝলক দিখলা যার ৪র্থ মৌসুমে তার সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতের সাথে প্রতিযোগিতা করেছেন, সেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন।[১][২]
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | উল্লেখ |
---|---|---|---|---|
২০০৯–১৪ | পবিত্র রিশতা | অর্চনা মানব দেশমুখ/ অঙ্কিতা নরেন কর্মকর |
জি টিভি | |
২০১১ | ঝলক দিখলা যা (৪র্থ মৌসুম) | প্রতিযোগী | কালারস | |
কমেডি সার্কাস | সনি টিভি | |||
২০১৩ | এক থি নায়িকা | প্রজ্ঞা | লাইফ ওকে |
সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | উল্লেখ |
---|---|---|---|---|
২০১৯ | মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝানসি | ঝলকারী বাই | হিন্দি |
সাল | অনুষ্ঠান | পুরস্কার | বিভাগ | ফলাফল | উল্লেখ |
---|---|---|---|---|---|
২০১০ | পবিত্র রিশতা | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | জিআর৮! বছরের সেরা মুখ (নারী) | বিজয়ী | [৩] |
২০১১ | জি গোল্ড পুরস্কার | মূল চরিত্রে সেরা অভিনেত্রী | বিজয়ী | [৪][৫] | |
স্টার গিল্ড পুরস্কার | ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী | বিজয়ী | [৬] | ||
২০১২ | ভারতীয় ট্যালি পুরস্কার | জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব (নারী) | বিজয়ী | [৭] | |
২০১৪ | স্টার গিল্ড পুরস্কার | ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী | বিজয়ী | [৮] |