অঙ্কুশ

দক্ষিণ ভারত থেকে ১৭ শতকের অঙ্কুশ

অঙ্কুশ (সংস্কৃত: अंकुश) বা হাতির অঙ্কুশ হল হাতি পরিচালনা ও প্রশিক্ষণের জন্য মাহুত দ্বারা নিযুক্ত হাতিয়ার।[] এটি হুক নিয়ে গঠিত যা হাতলের সাথে সংযুক্ত।[]

ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রায়শই মূল্যবান ধাতু দিয়ে সূক্ষ্মভাবে অঙ্কুশ তৈরি করা হত এবং এমনকি হাতির দাঁত থেকে গড়া হত, প্রায়শই গহনা দিয়ে ঘেরা হত। ধর্মীয় ঐতিহ্যে অঙ্কুশ ও পাশ ঐতিহ্যগতভাবে পরাধীনতার হাতিয়ার হিসেবে যুক্ত।[]

হিন্দুধর্মে

[সম্পাদনা]
হিন্দু দেবতা গণেশ তার ডান উপরের বাহুতে হাতির অঙ্কুশ ধরে আছেন

হিন্দুধর্মে, অঙ্কুশ হল আটটি শুভ বস্তুর মধ্যে একটি যা অষ্টমঙ্গলা নামে পরিচিত এবং ভারতীয় উপমহাদেশের কিছু অন্যান্য ধর্মে। অঙ্কুশ অনেক হিন্দু দেবতা, বিশেষ করে ত্রিপুরসুন্দরীগণেশের বৈশিষ্ট্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Cologne Digital Sanskrit Dictionaries, The Purana Index
  2. Hindu Icons and Symbols, Inner Circle IV, Red Zambala (ইংরেজি ভাষায়)
  3. Beer, Robert (2003). The handbook of Tibetan Buddhist symbols. Serindia Publications, Inc., April 12, 2009, p.146