অঞ্জু যাদব | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
অঞ্জু যাদব হলেন একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।
অঞ্জু যাদব মহাভারত ধারাবাহিকে সুখন্দা ও সংকটমোচন মহাবলী হনুমান ধারাবাহিকে সরস্বতী চরিত্রে অভিনয় করেছেন।[১] তিনি ২০১৬ সালে কুছ রঙ পেয়ার কা অ্যায়সে ভি ধারাবাহিকে টিনা চরিত্রে অভিনয় করেছিলেন।[২][৩] এছাড়াও, তিনি দিল দেকে দেখো ধারাবাহিকে প্রীত শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।[৪][৫][৬] তিনি কাসৌটি জিন্দেগি কে ধারাবাহিকেও অভিনয় করেছেন।[১] ধারাবাহিকটিতে তিনি অঞ্জলি চরিত্রে অভিনয় করেছেন।
২০১৯ সালে দোস্তি কে সাইড ইফেক্টস চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে অঞ্জু যাদবের।[৭][৮] বর্তমানে তিনি তুঝসে হ্যায় রাবতা ধারাবাহিকে অভিনয় করছেন।[৯][১০][১১]
বছর | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০১৩ | মহাভারত | সুখন্দা | স্টার প্লাস |
২০১৫–১৭ | সংকটমোচন মহাবলী হনুমান | সরস্বতী | সেট ইন্ডিয়া |
২০১৬ | কুছ রঙ পেয়ার কে অ্যায়সে ভি | টিনা | সেট ইন্ডিয়া |
২০১৬–১৭ | দিল দেকে দেখো | প্রীত শাস্ত্রী | সনি সাব |
২০১৮ | কাসৌটি জিন্দেগি কে | অঞ্জলি | স্টার প্লাস |
২০১৯–বর্তমান | তুঝসে হ্যায় রাবতা | স্বরা রানে | জি টিভি |
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৯ | দোস্তি কে সাইড ইফেক্টস | অবনী | প্রথম চলচ্চিত্র |