![]() ২০১৬-র দ্বাদশ সাউথ এশিয়ান গেমসে অঞ্জুম | |||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম নাম | অঞ্জুম মৌদগিল | ||||||||||||||||||||||||||||||||
জাতীয়তা | ভারতীয় | ||||||||||||||||||||||||||||||||
জন্ম | [১] চন্ডীগড়, ভারত [১] | ৫ জানুয়ারি ১৯৯৪||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৬৫ সেমি[১] | ||||||||||||||||||||||||||||||||
ওজন | ৬৯ কেজি[১] | ||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||||||||
দেশ | ভারত | ||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | শ্যুটিং | ||||||||||||||||||||||||||||||||
বিভাগ | এয়ার রাইফেল | ||||||||||||||||||||||||||||||||
বিশ্ববিদ্যালয় দল | পাঞ্জাব বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||||||||||||||||||
দল | ভারতীয় দল | ||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | দীপালি দেশপান্ডে[১] | ||||||||||||||||||||||||||||||||
সাফল্য ও খেতাব | |||||||||||||||||||||||||||||||||
সর্বোচ্চ অবস্থান | বিশ্ব র্যাঙ্ক ২ (১০মিটার এয়ার রাইফেল) | ||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
অঞ্জুম মৌদগিল (জন্মঃ ৫ই জানুয়ারি, ১৯৯৪) একজন ভারতীয় ক্রীড়া শ্যুটার। তিনি চন্ডীগড়ের বাসিন্দা এবং পাঞ্জাব রাজ্যের প্রতিনিধিত্ব করেন[২][৩][৪][৫]।
চন্ডীগড়ের স্যাক্রেড হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াকালীন, অঞ্জুম শুটিং শুরু করেন[৬]। তিনি চন্ডীগড়ের ডিএভি কলেজ থেকে মানবিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন[৭]। তিনি ক্রীড়া মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি একজন বিমূর্ত চিত্রশিল্পী এবং তার অনেকগুলি শিল্পকর্ম বিক্রি হয়েছে।
তিনি পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত।
তিনি ২০১৬-র মিউনিখ বিশ্বকাপে নবম স্থান পেয়েছিলেন এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক। এছাড়া দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন।
সজ্জন সিং সেঠি স্মৃতি মাস্টার্সের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রৌপ্য পদক জয়ে করেন তিনি।
২০১৯-এর ১লা মে, অঞ্জুম আইএসএসএফ র্যাঙ্কিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে দ্বিতীয় স্থানে আসেন। এছাড়া মহিলাদের ৫০ মিটার ৩ পোজিসন্স-এ তিনি ভারতের শ্রেষ্ঠ মহিলা শ্যুটার।
অঞ্জুম হলেন ২০১৯-এর অর্জুন পুরস্কারের জন্য বাছাই কমিটি দ্বারা নির্বাচিত উনিশ জন অ্যাথলিটদের মধ্যে অন্যতম[৮]।