অটোমেরিস নারাঞ্জা | |
---|---|
Automeris naranja male | |
Automeris naranja female | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | লেপিডোপ্টেরা (Lepidoptera) |
পরিবার: | স্যাটারনিডাই (Saturniidae) |
গণ: | Automeris Schaus, 1898 |
প্রজাতি: | A. naranja |
দ্বিপদী নাম | |
Automeris naranja Schaus, 1898 |
অটোমেরিস নারাঞ্জা হল স্যাটারনিডাই পরিবারের মথের একটি প্রজাতি। এটি বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনায় পাওয়া যায়। ১৮৯৮ সালে মথটি বর্ণিত হয়। এর বর্ণনা দেন প্রাণীবিজ্ঞানী হাউস। এই প্রজাতিটি বন্দী অবস্থায় বড় করা সহজ। [১]
লার্ভা মরাস আলবা, মরাস নাইগ্রা এবং ফ্র্যাক্সিনাস আমেরিকানা প্রভৃতি প্রজাতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে।[তথ্যসূত্র প্রয়োজন]