অড়িয়ার

অড়িয়ার
শহর
দেশ ভারত
রাজ্যকর্ণাটক
জেলাদক্ষিণ কন্নড়
জনসংখ্যা (২০০১)
 • মোট৬,৫০১
ভাষা
 • অফিসিয়ালকন্নড়
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

অড়িয়ার (কন্নড়: ಅಡ್ಯಾರ್, প্রতিবর্ণী. অড়্যার্) ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার একটি শহর।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে অদ্যার শহরের জনসংখ্যা হল ৬৫০১ জন।[] এর মধ্যে পুরুষ ৫০% এবং নারী ৫০%।

এখানে সাক্ষরতার হার ৭৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে অদ্যার এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭