অবস্থান | তুসহিনো, মস্কো |
---|---|
স্থানাঙ্ক | ৫৫°৪৯′৪.৩″ উত্তর ৩৭°২৬′২৪.৯″ পূর্ব / ৫৫.৮১৭৮৬১° উত্তর ৩৭.৪৪০২৫০° পূর্ব |
ধারণক্ষমতা | ৪৫,৩৬০ |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | অক্টোবর ২০১০ |
চালু | ৫ সেপ্টেম্বর ২০১৪[৩] |
নির্মাণ ব্যয় | ১৪ বিলিয়ন রুবল (৪৩০ মিলিয়ন মার্কিন ডলার)[২] |
ভাড়াটে | |
স্পার্তাক মস্কো (আরপিএল) (২০১৪–বর্তমান) রাশিয়া জাতীয় ফুটবল দল (উয়েফা) (২০১৪–বর্তমান) |
অতক্রিতিয়ে এরিনা (রুশ: «Открытие Арена», আ-ধ্ব-ব: [ɐtˈkrɨtʲɪjə ɐˈrʲenə]) হচ্ছে রাশিয়ার মস্কোয় অবস্থিত একটি বহু-উদ্দেশ্যে তৈরি স্টেডিয়াম। এই ভেন্যুটি বেশিরভাগ সময় ব্যবহৃত হয় ফুটবল ম্যাচ, স্পার্তাক মস্কোর হোম ম্যাচগুলি এবং মাঝেমধ্যে রাশিয়া জাতীয় ফুটবল দলের জন্য। ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ ফিফা বিশ্বকাপের সময় থেকে এই স্টেডিয়ামটিকে স্পার্টাক স্টেডিয়াম নামে ডাকা হবে।[৪][৫] ৪৫,৩৬০ জন ধারনক্ষমতা বিশিষ্ট করে এটিকে ডিজাইন করা হয়েছে।
তারিখ | সময় | দল #১ | ফলাফল | দল #২ | রাউন্ড | উপস্থিতি |
---|---|---|---|---|---|---|
জুন ১৮, ২০১৭ | ২১:০০ | ক্যামেরুন | ০-২ | চিলি | গ্রুপ বি | ৩৩,৪২৯[৬] |
জুন ২১, ২০১৭ | ১৮:০০ | রাশিয়া | ০-১ | পর্তুগাল | গ্রুপ এ | ৪২,৭৫৯[৭] |
জুন ২৫, ২০১৭ | ১৮:০০ | চিলি | ১-১ | অস্ট্রেলিয়া | গ্রুপ বি | ৩৩,৬৩৯[৮] |
জুলাই ২, ২০১৭ | ১৫:০০ | পর্তুগাল | – | মেক্সিকো | তৃতীয় স্থান নির্ধারনী |