অদিতি মিত্তল | |
---|---|
![]() | |
জন্ম | ভারত |
মাধ্যম | টেলিভিশন, স্ট্যান্ড-আপ |
জাতীয়তা | ভারতীয় |
কার্যকাল | ২০০৯ - বর্তমান |
বিষয়(সমূহ) | রাজনৈতিক ব্যঙ্গ |
প্রভাবিত হয়েছেন | টিনা ফে কারস্টেন উইগ |
উল্লেখযোগ্য কাজ | থিংস দে ওয়োন্ট লেট মি সে জয় হিন্দ |
ওয়েবসাইট | aditimittal |
অদিতি মিত্তল হলেন একজন ভারতীয় কৌতুকাভিনেতা, অভিনেত্রী ও কলাম লেখক।[১][২] তিনি ভারতের প্রথম দিকের নারী কৌতুকাভিনেতাদের একজন। দ্য টাইমস অব ইন্ডিয়া তাকে সেরা ১০ কৌতুকাভিনেতাদের একজন বলে নির্বাচন করেছে।[৩] সিএনএনআইবিএন.কম তাকে টুইটারে ফলো করার মত সেরা ৩০ প্রতুৎপন্নমতি, বুদ্ধিমতি ও হাস্যরসাত্মক নারী হিসেবে উল্লেখ করেছে।[৪] অদিতি গ্রাজিয়া ম্যান ম্যাগাজিন, ডিএনএ ও ফার্স্টস্পট.কম এবং ফিনান্সিয়াল টাইমসে কলাম ও নিবন্ধ লিখেন।[৫][৬][৭][৮]
অদিতি হিন্দি ও ইংরেজি ভাষায় পটু। পাশাপাশি ফরাসি ও স্প্যানিশ ভাষায় তার দখল রয়েছে। তিনি মনে করেন হাস্যরস মানুষকে আকৃষ্ট করার অন্যতম উপায়। তিনি টিনা ফে ও কারস্টেন উইগের ভক্ত এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি নিউ ইয়র্কে তার চাকরি ছেড়ে দিয়ে ভারতে চলে আসেন ও কৌতুকাভিনয় শুরু করেন। তিনি নিজে নিজে প্রশিক্ষণ নেন এবং কৌতুকাভিনয় শুরু করেন। বর্তমানে মিত্তল ভারতে ভারতীয় ও ইংরেজি ভাষার কৌতুকাভিনয়ের জনপ্রিয় মুখ।[৯] ২০০৯ সালে তিনি যুক্তরাজ্য ভিত্তিক 'দ্য কমেডি স্টোর' আয়োজিত সেসময়ের ভারতের একমাত্র স্ট্যান্ড-আপ কমেডি শো লোকাল হিরোসের প্রথম পাঁচজনের একজন হন।[১০] বর্তমানে তিনি নিয়মিত 'ক্যানভাস লাফ ফ্যাক্টরি', 'কমেডি স্টোর মুম্বাই' এবং ভারতের বিভিন্ন স্থানে ও উৎসবে, যুক্তরাজ্যের বিভিন্ন ক্লাবে ও লস এঞ্জেলসের লাফ ফ্যাক্টরিতে কৌতুক পরিবেশন করেন।[১১][১২]
২০১৩ সালে মিত্তলকে বিবিসি লন্ডনে অনুষ্ঠিত সম্মানজনক ১০০ নারী সম্মেলনে আমন্ত্রণ জানায়।[১৩] ২০১৩ সালের জুলাই মাসে তিনি মুম্বাইয়ের ক্যানভাস লাফ ফ্যাক্টরিতে প্রথম একক শো থিংস দে ওয়োন্ট লেট মি সে করেন।[১৪][১৫]
মার্কিন প্রামাণ্যচিত্র স্ট্যান্ড-আপ প্ল্যানেট-এ অ্যামেরিকান ও দক্ষিণ আফ্রিকান হাস্যরসের সাথে তার হাস্যরসসমূহ স্থান পায়। স্ট্যান্ড-আপ প্ল্যানেট মূলত বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের হাস্যরসসমূহ খুঁজে বের করে থাকে।[১৬] তিনি সিএনএনআইবিএন ফেঙ্কিং নিউজে সাইরাস ব্রোয়াচার সাথে রাজনৈতিক ব্যঙ্গাত্মক শো জয় হিন্দ-এ অংশগ্রহণ করেন।[১৭][১৮] তিনি ভারতের প্রধান দুটি কৌতুক পুরস্কার অনুষ্ঠান ঘণ্টা পুরস্কার ও ফিল্মফেইল পুরস্কার-এর প্রতিষ্ঠাতা সদস্য।[১৯][২০] তাকে বীর দাসের সাথে চ্যানেল V তে প্রচারিত কমেডি সেন্ট্রাল ইন্ডিয়া বলিউড ওএমজির ফুলস গোল্ড পুরস্কারে দেখা যায়।[২১][২২][২৩]
অদিতি বিবিসি ওয়ার্ল্ড ও বিবিসি অ্যামেরিকায় কৌতুকাভিনয়ে ভারতের পদাঙ্কস্থাপনকারী হিসেবে এবং বিবিসি এশিয়ায় আরজে নিহালের সাথে অংশগ্রহণ করেন।[২৪][২৫] মিত্তিলের কৌতুকগুলোকে তিক্ত ও তীক্ষ্ণ বলে বর্ণনা করা হয়।[১১][২৬][২৭] তার কৌতুকের বিষয়বস্তু ওসামা বিন লাদেন থেকে শুরু করে মিস ইন্ডিয়া বিজয়ীদের স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বিস্তৃত।[১১][২৮][২৯] তিনি বলেন তার হাস্যরসের ধরন তার একান্ত ব্যক্তিগত।[২৯] তিনি ডঃ মিসেস লুতচুকে নামক চরিত্রের সৃষ্টি করেছেন কারণ তিনি বিভিন্ন মাধ্যমে লিঙ্গ বৈষম্য যেভাবে প্রদর্শিত হয় তা পছন্দ করেন না।[৩০]
২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি এআইবি (অল ইন্ডিয়া বোকচোদ) নকআউট অনুষ্ঠানের রোস্ট প্যানেলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বিবিসি বেতার ৪-এ দ্য নাউ শোতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।[৩১]