অদ্বৈত (কচ্ছপ)

অদ্বৈত
প্রজাতিআলডাব্রা বৃহৎ কচ্ছপ
লিঙ্গপুরুষ
ডিম ফুটেআনু. ১৭৫০ (1750)
আলডাব্রা অ্যাটল
মৃত্যু২২ মার্চ ২০০৬(২০০৬-০৩-২২) (২৫৫–২৫৬)
আলিপুর পশুশালা, কলকাতা, ভারত
যে জন্য পরিচিতবিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী স্থলজ প্রাণী বলে বিশ্বাস, যদিও যাচাই করা হয়নি
ওজন২৫০ কিলোগ্রাম (৫৫০ পা)

অদ্বৈত (আনু. ১৭৫০ – ২২ মার্চ ২০০৬) এক পুরুষ আলডাব্রা বৃহৎ কচ্ছপ। সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার আলিপুর পশুশালায় বাস করত। ২০০৬ সালে তার মৃত্যুর সময় অদ্বৈতকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর মধ্যে অন্যতম বলে বিশ্বাস করা হয়।

সে সম্ভবত সেশেলসের আলডাব্রা অ্যাটল থেকে জাত। এই কাহিনীকে যাচাই করা হয়নি।[] প্রাণীটি কলকাতার উত্তর শহরতলি ব্যারাকপুরে রবার্ট ক্লাইভের ভূসম্পত্তিতে বসবাসকারী চারটি কচ্ছপের মধ্যে অন্যতম।[] এটা বলা হয় যে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়ের পর ক্লাইভ কচ্ছপগুলিকে লাভ করেছিলেন।[] ১৮৭৫-৭৬ সালে কার্ল লুই শভেন্ডলার অদ্বৈতকে আলিপুর পশুশালায় স্থানান্তরিত করেছিলেন, যিনি পশুশালাটি প্রতিষ্ঠা করেছিলেন।[] অদ্বৈত আমৃত্যু ঐ পশুশালায় বাস করেছিল। ২০০৫ সালের শেষে তার খোলকে ফাটল ধরে গিয়েছিল এবং ঐ ভাঙা খোলকের নিচের মাংসে এক যন্ত্রণা সৃষ্টি হয়েছিল। এর ফলে ২২ মার্চ ২০০৬-এ লিভার ফেলিয়ারের জন্য আনুমানিক ২৫৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছিল।[] যদি তার আনুমানিক বয়সটি যাচাই করা যায়, তবে অদ্বৈত আধুনিককালের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ বলে পরিগণিত হবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Encyclopedia of Life (২০১৪)। "Aldabra Tortoise (Geochelone gigantean)"Encyclopedia of Life। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪ 
  2. BBC News – South Asia (২৩ মার্চ ২০০৬)। "'Clive of India's' tortoise dies"BBC NewsBBC Online। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৪ 
  3. Lal, Vinay (এপ্রিল ২০০৬)। "Clive and his Pet Tortoise"MANAS, UCLA Social Sciences (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০ 
  4. "Zoological Garden"Proceedings of the Asiatic Society of Bengal: 23–24। ফেব্রুয়ারি ১৮৭৬। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Kolkata toasts 255-year-old resident"Sify। ২৭ এপ্রিল ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  • "Worlds Oldest Animals"। ২৯ জুন ২০১৫। ২০২১-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।