এপিফাইসিস/অধিবর্ধ | |
---|---|
বিস্তারিত | |
উচ্চারণ | /ɛˈpɪfɪsɪs/[১][২] |
যার অংশ | দীর্ঘাস্থি |
শনাক্তকারী | |
মে-এসএইচ | D004838 |
টিএ৯৮ | A02.0.00.018 |
টিএ২ | 393 |
এফএমএ | FMA:24012 |
শারীরস্থান পরিভাষা |
অধিবর্ধ হচ্ছে (ইংরেজি: epiphysis) দীর্ঘাস্থির প্রান্তীয় অংশ। এটি অস্থিকাণ্ড থেকে অধিবর্ধপাত নামক উপাস্থির মাধ্যমে আলাদা থাকে। অধিবর্ধের বিকাশের ফলেই দীর্ঘাস্থি লম্বা হতে থাকে। কালক্রমে অস্থির অধিবর্ধ অস্থিকাণ্ডের সঙ্গে মিলে গিয়ে পূর্ণাঙ্গ দীর্ঘাস্থী তৈরি হয়। বৃদ্ধিকালে যদি প্রদাহ হয় তাহলে সে দীর্ঘাস্থীর বৃদ্ধি কমে যায়, শাখাঙ্গ ছোটো ও বিকৃত গঠনের হয়ে থাকে। এমন টা হতে পারে ঊর্বস্থিতে এবং প্রগণ্ডাস্থিতে। অধিবর্ধ ভেঙে যেতে পারে অস্থি কান্ডের সংযোগস্থলে, এর ফলেও দীর্ঘাস্থী লম্বা হতে পারে না।