অনকাপুদুর அனகாபுத்தூர் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১২°৫৮′৫৮″ উত্তর ৮০°০৭′৩৫″ পূর্ব / ১২.৯৮২৮° উত্তর ৮০.১২৬৪° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
নগরসংস্থা | অনকাপুদুর পৌরসভা (বর্তমানে চেন্নাই পল্লাবরম) |
তালুক | পল্লাবরম |
ব্লক | পাম্মল[১] |
লোকসভা | শ্রীপেরুম্বুদুর |
বিধানসভা | পল্লাবরম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৮,০৫০ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৭০ |
টেলিফোন কোড | ২২৪৮ |
যানবাহন নিবন্ধন | TN-85 (টিএন-৮৫) |
ওয়েবসাইট | chennai |
অনকাপুদুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি পুরনিগম৷ এটি পাম্মলের পশ্চিম দিকে অবস্থিত৷ একসময়ে অনকাপুদুর ঐতিহাসিক বয়নের ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিলো৷ তবে বর্তমান পদ্ধতির কাছে পুরাতন পদ্ধতির প্রসাদ্ধি ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু হয়৷
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে অনকাপুদুর শহরের জনসংখ্যা ৪৮,০৫০ জন, যেখানে পুরুষ ২৪,১৫৮ জন ও নারী ২৩,৮৯২ জন, অর্থাৎ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৮৯ জন, গড় লিঙ্গানুপাত ৯২৯ থেকে অধিক৷[৩] ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৫,৪০৪ জন, যা মোট জনসংখ্যার ১১.২৫ শতাংশ৷ শহরের গড় সাক্ষরতার হার ৮৭.৯২ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯২.৫৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৩.২৫ শতাংশ৷[৪] শহরের মোট পরিবার সংখ্যা ১২,১৪৬ টি৷ মোট ১৮,১০৩ জন শ্রমজীবী, যেখানে ২৪ জন কৃষক, ১২৬ জন মূল কৃষিজীবী, ৩৮২ জন গৃহস্থলী কর্মী ১৫,৫১৭ জন অন্যান্য শ্রমজীবী৷ ২,০৫৪ জন প্রান্তিক শ্রমজীবী, যেখানে ১৬ জন প্রান্তিক কৃষক, ২০ জন প্রান্তিক কৃৃষিজীবী, ৬৬ জন প্রান্তিক গৃহস্থলী কর্মী এবং ১,৯৫৩ জন অন্যান্য প্রান্তিক শ্রমজীবী৷[৫]
অনকাপুদুর শহরের স্থানাঙ্ক ১২°৫৮′৫৮″ উত্তর ৮০°০৭′৩৫″ পূর্ব / ১২.৯৮২৮° উত্তর ৮০.১২৬৪° পূর্ব৷[৬] এর তিন কিলোমিটারের মধ্যে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ও নিকটবর্তী স্টেশনটি হলো পল্লাবরম রেলওয়ে স্টেশন৷