এম.এ. জলিল অনন্ত | |
---|---|
![]() ২০১৯ সালের অনন্ত | |
জন্ম | মো. আব্দুল জলিল অনন্ত ১৭ এপ্রিল ১৯৭৭[১] |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশি |
শিক্ষা | ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং[৩] |
পেশা | অভিনেতা ,ব্যবসায়ী |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
প্রতিষ্ঠান | এজেআই গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্মস |
উল্লেখযোগ্য কর্ম | খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২, দিন-দ্যা ডে |
উচ্চতা | ৫ ফু ৭ ইঞ্চি (১.৭০ মি) |
দাম্পত্য সঙ্গী | আফিয়া নুসরাত বর্ষা |
সন্তান | আরিজ ইবনে জলিল, আবরার ইবনে জলিল[৪] |
এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী।[৫]
রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড়ো ভাই মুন্সীগঞ্জ জেলায় বাবার কাছে বড়ো হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।[৬] রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম "আব্দুল জলিল" নামের গৃহশিক্ষকের অণুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান।
জলিল সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ও লেভেল আর এ লেভেল করেছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।[২][৭]
জলিল ১৯৯৯ সালে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।[৮] ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি।[৯][১০] তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে।[১১] নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।[১২]
অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল।[১২] তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন ২৬০ জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি, চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছেন অনন্ত। এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা।[১৩]
![]() |
বছর | চলচ্চিত্র | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০১০ | খোঁজ-দি সার্চ | ববি, বর্ষা | ইফতেখার চৌধুরী | ||
২০১১ | হৃদয় ভাঙ্গা ঢেউ | বর্ষা | গাজী মাজহারুল আনোয়ার | ||
২০১২ | দ্যা স্পীড | পারভীন, নানা | সোহানুর রহমান সোহান | ||
২০১২ | মোস্ট ওয়েলকাম | বর্ষা | অনন্য মামুন | মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১২ হিসাবে মনোনীত হয়েছেন | |
২০১৩ | নিঃস্বার্থ ভালবাসা | বর্ষা | অনন্ত জলিল | মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন | |
২০১৪ | মোস্ট ওয়েলকাম ২ | বর্ষা | অনন্ত জলিল | ||
২০১৯ | দিন-দ্য ডে | বর্ষা | মোর্তেজা অতাশ জমজম | ||
২০২৩ | কিল হিম | বর্ষা | মোহাম্মদ ইকবাল | [১৪] | |
- | দ্যা স্পাই | বর্ষা | অনন্ত জলিল | ছবি তৈরির কাজ চলছে | |
নেত্রী-দ্য লিডার | আফিয়া নুসরাত বর্ষা | অনন্ত জলিল | নির্মাণাধীন[১৫] |
সন | পুরস্কার | ক্যাটাগরি | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | মেরিল প্রথম আলো পুরস্কার | সেরা অভিনেতা | মোস্ট ওয়েলকাম | মনোনীত |
CJFB পারফরমেন্স পুরস্কার | সেরা অভিনেতা | মোস্ট ওয়েলকাম | বিজয়ী | |
২০১৩ | বায়োস্কোপ বর্ষসেরা | সেরা অভিনেতা | নিঃস্বার্থ ভালোবাসা | বিজয়ী |
বায়োস্কোপ বর্ষসেরা | সেরা জুটি (আফিয়া নুসরাত বর্ষার সাথে ) | নিঃস্বার্থ ভালোবাসা | বিজয়ী | |
মেরিল প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়) | সেরা অভিনেতা | নিঃস্বার্থ ভালোবাসা | মনোনীত |