অনন্তপুর | |
---|---|
শহর | |
অনন্তপুরমু | |
ভারত তথা অন্ধ্রপ্রদেশে অনন্তপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ১৪°৪০′৪৮″ উত্তর ৭৭°৩৫′৫৬″ পূর্ব / ১৪.৬৮° উত্তর ৭৭.৫৯৯° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | অন্ধ্রপ্রদেশ |
জেলা | অনন্তপুর জেলা |
সরকার | |
• শাসক | অনন্তপুর পৌরসংস্থা, অনন্তপুর-হিন্দুপুর গ্রামোন্নয়ন সমিতি |
আয়তন[২][৩] | |
• মোট | ১৫.৯৮ বর্গকিমি (৬.১৭ বর্গমাইল) |
উচ্চতা | ৩৩৫ মিটার (১,০৯৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৬২,৩৪০[১] |
ভাষা | |
• দাপ্তরিক | তেলুগু |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
পিন | ৫১৫০০১ - ৫১৫০০৭ |
টেলিফোন কোড | ০৮৫৫৪ |
যানবাহন নিবন্ধন | AP–02 (এপি-০২) |
ওয়েবসাইট | anantapur |
অনন্তপুর (সরকারীভাবে: অনন্তপুরমু[৪]) হলো দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি শহর। শহরটিতে অনন্তপুর জেলাসহ অনন্তপুর বিভাগ ও অনন্তপুর মন্ডলের সদর দপ্তর অবস্থিত।[৫] শহরটি ৪৪ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত। ১৭৯৯ খ্রিস্টাব্দ অবধি "দত্তা মণ্ডল" তথা অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা বিভাগ ও কর্ণাটক রাজ্যের বেল্লারী জেলার সদর ছিলো অনন্তপুর শহর। শহরটি ভৌগোলিক কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন ব্রিটিশ সৈন্যদের একটি বড়ো ঘাঁটি ছিলো।
অনন্তপুর শহরটি ১৪°৪১′ উত্তর ৭৭°৩৬′ পূর্ব / ১৪.৬৮° উত্তর ৭৭.৬° পূর্ব স্থানাঙ্কে অবস্থিত।[৬] এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ৩৩৫ মি (১,০৯৯ ফু) উচ্চতায় অবস্থিত। শহরটি হায়দ্রাবাদ শহর থেকে ৩৫৬ কিলোমিটার ও বিজয়ওয়াড়া শহর থেকে ৪৮৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরটি ২১০ কিলোমিটার দক্ষিণে ব্যাঙ্গালোর শহরে অবস্থিত।
অনন্তপুরমের আবহাওয়া ঈষৎ শুষ্ক এবং প্রায় সারাবছরই শুষ্ক ও উষ্ণপরিবেশ অনুভূত হয়। ফেব্রুয়ারির শেষের দিক থেকে গ্রীষ্মকাল শুরু হয় এবং মে মাসে গড়ে ৩৭ °সে (৯৯ °ফা) উষ্ণতা পাওয়া যায়। মার্চ থেকেই অনন্তপুরে কেরালা থেকে উত্তরপূর্বমূখী মৌসুমী আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়। তবে মৌসুমী বায়ুর প্রভাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস অবধি গড়ে ২৫০ মিমি (৯.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়ে থাকে। নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঈষদার্দ্র শীতকাল শুরু হয়, এইসময়ে উষ্ণতা ২২–২৩ °সে (৭২–৭৩ °ফা)-এর আশেপাশে থাকে। গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ২২ ইঞ্চি (৫৬০ মিমি)।
অনন্তপুরম (১৯৮১-২০১০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৩৬.০ (৯৬.৮) |
৩৯.৪ (১০২.৯) |
৪১.৮ (১০৭.২) |
৪৩.২ (১০৯.৮) |
৪৪.১ (১১১.৪) |
৪৩.১ (১০৯.৬) |
৩৮.১ (১০০.৬) |
৩৮.৯ (১০২.০) |
৩৭.৯ (১০০.২) |
৩৭.৮ (১০০.০) |
৩৬.৮ (৯৮.২) |
৩৩.৮ (৯২.৮) |
৪৪.১ (১১১.৪) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৩১.০ (৮৭.৮) |
৩৪.৩ (৯৩.৭) |
৩৭.৬ (৯৯.৭) |
৩৯.৪ (১০২.৯) |
৩৯.২ (১০২.৬) |
৩৫.৭ (৯৬.৩) |
৩৩.৮ (৯২.৮) |
৩৩.০ (৯১.৪) |
৩৩.১ (৯১.৬) |
৩১.৯ (৮৯.৪) |
৩০.৩ (৮৬.৫) |
২৯.৬ (৮৫.৩) |
৩৪.১ (৯৩.৪) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১৭.৫ (৬৩.৫) |
১৯.৪ (৬৬.৯) |
২২.৭ (৭২.৯) |
২৫.৮ (৭৮.৪) |
২৬.২ (৭৯.২) |
২৫.০ (৭৭.০) |
২৪.৩ (৭৫.৭) |
২৩.৯ (৭৫.০) |
২৩.৪ (৭৪.১) |
২২.৫ (৭২.৫) |
২০.১ (৬৮.২) |
১৭.৭ (৬৩.৯) |
২২.৪ (৭২.৩) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | ১১.২ (৫২.২) |
১২.৮ (৫৫.০) |
১৩.৪ (৫৬.১) |
১৮.৩ (৬৪.৯) |
১৮.৮ (৬৫.৮) |
১৯.৬ (৬৭.৩) |
২০.৮ (৬৯.৪) |
২০.৮ (৬৯.৪) |
১৯.৩ (৬৬.৭) |
১৪.১ (৫৭.৪) |
১০.০ (৫০.০) |
৯.৪ (৪৮.৯) |
৯.৪ (৪৮.৯) |
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি) | ১.৩ (০.০৫) |
০.৪ (০.০২) |
৯.৪ (০.৩৭) |
১৮.৯ (০.৭৪) |
৫৩.০ (২.০৯) |
৫৯.৯ (২.৩৬) |
৬৬.০ (২.৬০) |
৯১.৩ (৩.৫৯) |
১৩৩.৬ (৫.২৬) |
৯৫.৫ (৩.৭৬) |
৩৮.৭ (১.৫২) |
৯.১ (০.৩৬) |
৫৭৭.২ (২২.৭২) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ০.১ | ০.২ | ০.৪ | ১.৩ | ২.৯ | ৩.২ | ৪.৬ | ৫.৩ | ৬.৯ | ৬.৪ | ৩.০ | ০.৬ | ৩৪.৯ |
উৎস: India Meteorological Department (record high and low up to 2010)[৭][৮] |
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে অনন্তপুর শহরের জনসংখ্যা ২৬২৩৪০ জন। শহরের লিঙ্গানুপাত প্রতি হাজার পুরুষে ৯৯৫ জন নারী এবং মোট জনসংখ্যার ৯ শতাংশ ছয় বৎসর অনূর্ধ্ব।[১] মোট সাক্ষরতার হার ৮২ শতাংশ, পুরুষ সাক্ষরতা ৮৯ শতাংশ ও নারী সাক্ষরতা ৭৫ শতাংশ। সরকারি এবং সর্বাধিক প্রচলিত ভাষাটি হলো তেলুগু। [৯]
অনন্তপুর শহর একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র জগতের জন্মস্থান। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নীলম সঞ্জীব রেড্ডি, অনন্তপুর লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ পাইড়ি লক্ষ্মাইয়া, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অন্ধ্রপ্রদেশ লোকসভার প্রথম অধ্যক্ষ কল্লুর সুব্বা রাও, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও লেখক কদিরি ভেঙ্কট রেড্ডি, হিন্দু ধর্মীয় পথপ্রদর্শক সত্য সাই, ভারতীয় নাট্যকার, অভিনেতা ও মঞ্চাভিনেতা বল্লারি রাঘবের জন্মস্থান এই শহর।
মিলেট জাতীয় শস্য তথা জোয়ার, বাজরা ও রাগি হলো সর্বাধিক প্রচলিত খাদ্য উপকরণ যা প্রাত্যহিক দিনে ব্যবহার করা হয়ে থাকে।[১০]
শহরটির চারিদিকে অবস্থিত উল্লেখযোগ্য স্থানগুলি হলো - ঘড়ি মিনার, সপ্তগিরি চক্র, ইসকন মন্দির,[১১] রেলওয়ে স্টেশন চত্বর, শ্রীকান্তম চক্র, কোর্ট রোড ইত্যাদি।