অনন্য মামুন | |
---|---|
জন্ম | উত্তর চেলোপাড়া, বগুড়া | ২৭ মার্চ ১৯৮৬
শিক্ষা | রাষ্ট্রবিজ্ঞান |
মাতৃশিক্ষায়তন | ঢাকা কলেজ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
অনন্য মামুন (জন্ম: ২৭ মার্চ ১৯৮৬) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার এবং একশন কাট এন্টারটেইনমেন্ট এলএলসি প্রযোজনা প্রতিষ্ঠানের একমাত্র কর্ণধর। তিনি প্রথমে কাহিনীকার হিসেবে পরিচিতি লাভ করলেও পরে অনন্ত প্রযোজিত মোস্ট ওয়েলকাম ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছেমোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকাপ ও কসাই।
চিত্রনাট্য লেখক হিসাবে অনন্য মামুন ২০১০ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনন্য মামুনের লেখা অনেক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। তাছাড়াও, তিনি টালিউড চলচ্চিত্রের জন্য প্রচুর পান্ডুলিপি লিখেছেন। ২০১২ সালে তিনি তাঁর প্রথম চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম পরিচালনা করেন। তারপরে ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম যৌথ-প্রযোজনার চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায় পরিচালনা করেন।
২০১৫ সালে ব্ল্যাকমেল (২০১৫-এর চলচ্চিত্র) এবং ভালবাসার গল্প দুটি ছবি মুক্তি পায়।
২০১৬ সালে আরিফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা অভিনীত অস্তিত্ব মুক্তি পায়।[১] ২০১৬ সালে বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত অমি তোমার হতে চায় চলচ্চিত্রটি মুক্তি পায়।[২]
বছর | শিরোনাম | সহ-শিল্পী | ওটিটি | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৮ | ইন্দুবালা | পপি, এবিএম সুমন, আচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম | ||
ফোন এক্স | অ্যাঞ্জেলা জলি, ইমতু রাতিশ, সাঞ্জ জন, মধুমিতা গুপ্তা, শ্রাবন্তী ব্যানার্জি | |||
২০২০ | ধোকা | এবিএম সুমন, আইরিন সুলতানা, আচল, সাঞ্জ জন | ||
যাত্রা | আচল, ইমতু রাতিশ |
অনন্য মামুন ১৯৮৬ সালের ১ মার্চ বগুড়া জেলার উত্তর চেলোপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস সম্পন্ন করেছেন।[৩]
সাংস্কৃতিক অনুষ্ঠানের অজুহাতে ৫৭ জনকে পাচারের জন্য মালয়েশিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।[৪][৫] পরে তাকে ছেড়ে দেওয়া হয়।[৬]
২০২০ সালের ১৬ ডিসেম্বর আইথিয়েটারে তার পরিচালিত নবাব এলএলবি চলচ্চিত্র অর্ধাংশ মুক্তি দেয়ায় তিনি দর্শকদের কাছে নেতিবাচক অভ্যর্থ্যনা পেয়েছিলেন। ২৪ ডিসেম্বর ঐ চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছিল।[৭][৮]