অনন্যা ভাট | |
---|---|
প্রাথমিক তথ্য | |
ধরন | চলচ্চিত্র, কর্ণাটিক শাস্ত্রীয় |
পেশা | সঙ্গীতশিল্পী, টেলিভিশন অভিনেত্রী |
কার্যকাল | ২০১৭–বর্তমান |
অনন্যা ভাট হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি প্রাথমিকভাবে কন্নড় এবং তেলুগু ভাষায় গান করেন। [১] [২] [৩] তিনি ২০১৭ সালে ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ এ রামা রামা রে... চলচ্চিত্রে তার "নম্মা কায়ো দেবন" গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। [৪]
তিনি বেলাগাবি জেলার আঙ্কলিতে জন্মগ্রহণ করেন এবং কর্ণাটকের মহীশূরে বেড়ে ওঠেন। তিনি বর্তমানে বেঙ্গালুরুতে বসবাস করছেন। [১]