অনন্যা শীর্ষ দশ পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | অনন্যা (ম্যাগাজিন) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৩ |
ওয়েবসাইট | www.anannya.com.bd |
অনন্যা শীর্ষ দশ পুরস্কার বাংলাদেশের নারীদের কৃষি-শিল্প-বাণিজ্য-অর্থনীতি-অভিনয়-সংগীত-খেলাধুলা-শিক্ষা-মুক্তিযুদ্ধ-সমাজকল্যাণ ও উন্নয়নমুখী কাজ-আইনও মানবাধিকার-উদ্যোক্তা-রাজনীতি-সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনন্যা এই সম্মাননা প্রদান করে থাকে। এ পুরস্কার অনন্যা ম্যাগাজিনের পক্ষ থেকে প্রদান করা হয়। ১৯৯৩ সালে পুরস্কার প্রবর্তিত হয়। [১][২]
এই ম্যাগাজিনটি ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের মহিলাদেরকে তাদের অসামান্য অবদানের জন্য বার্ষিক ভাবে অনন্যা শীর্ষ দশ পুরস্কার দিয়ে আসছে। অনন্যা ম্যাগাজিন নির্দিষ্ট কর্মক্ষেত্রে মহিলাদের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য মহিলাদেরকে অনন্যা শীর্ষ দশ পুরস্কার দেয়। ম্যাগাজিনটি কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, অভিনয়, সংগীত, ক্রীড়া, শিক্ষা, মুক্তিযুদ্ধ, সমাজকল্যাণ ও উন্নয়ন-আইন-আইন, মানবাধিকার, উদ্যোক্তা, রাজনীতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেয়। বিজয়ীদেরকে পুরস্কারের ক্রেস্ট প্রদান করা হয়।