অনিতা কানওয়ার | |
---|---|
জন্ম | ভারত |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
পিতা-মাতা |
|
অনিতা কানওয়ার একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি ১৯৯০-এর দশকে দূরদর্শন মেগা সোপ অপেরা বুনিয়াড-এ (১৯৮৭) "লজ্জো জী" চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেছিলেন।[১][২]
ন্যাশনাল স্কুল অব ড্রামা (১৯৭৮ ব্যাচ)-এর প্রাক্তন শিক্ষার্থী, কানওয়ার মহেশ ভট্টের জনম (১৯৮৫), মীরা নায়ারের সালাম বোম্বে! (১৯৮৮), যে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন,[৩] এবং থোড়াসা রুমানি হো জায়ে (১৯৯০) সহ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১]
১৯৯০-এর দশকে, কানওয়ার টেলিভিশন এবং চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। ১৯৯৯ সালে স্টার প্লাসের সাবুত (১৯৯৮) অপরাধ ধারাবাহিকে হোম হাইডাইসডের চিফ অব ইন্সপেক্টর কেসি চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ে ফিরে আসেন। তার অভিনয়ের সমালোচকদের প্রশংসা অর্জন করা সত্ত্বেও, তিনি চলচ্চিত্রে তেমন মুখ্য ভূমিকায় কজ করার সুযোগ পান নি এবং টাইপকাস্টিংয়ের শিকার হয়েছিলেন। অরুণ কানওয়ার সম্পর্কে প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইলা মন্তব্য করেছ নে, "নার্গিসের! সম্ভাবনা নিয়ে এমন কোমল, সংবেদনশীল অভিনেত্রী অবশেষে চলে গেল সিমলায়"। কানওয়ার বর্তমানে দিল্লির নিকটবর্তী গুরুগ্রামে বসবাস করছেন।[৪]
সংগঠন | অনুষ্ঠানের তারিখ | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | ১৯৮৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | জনম (১৯৮৫) | মনোনীত | |
১৯৯০ | সালাম বম্বে! (১৯৮৮) | মনোনীত | [৩] |