অনিতা নায়ার | |
---|---|
জন্ম | |
শিক্ষা | বিএ (ইংরেজি সাহিত্য) |
মাতৃশিক্ষায়তন | এনএসএস কলেজ, ওত্তাপালম, কেরালা ভার্জিনিয়া সেন্টার ফর ক্রিয়েটিভ আর্টস |
পেশা | লেখিকা |
অনিতা নায়ার (জন্ম ২৬ জানুয়ারি ১৯৬৬) হলেন একজন ভারতীয় ইংরেজি ভাষার লেখিকা।
অনিতা নায়ারের জন্ম কেরালার পালাক্কাড় জেলার শোরানুর গ্রামে।[১][২] কেরালায় ফিরে আসার আগেই অনিতা চেন্নাই (মাদ্রাজ) থেকে শিক্ষা লাভ করেছিলেন, যেখানে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ ডিগ্রি অর্জন করেছিলেন।[৩] তিনি তার স্বামী সুরেশ পরমব্রত [৪] এবং এক পুত্রের সঙ্গে[৫] বেঙ্গালুরু শহরে বসবাস করেন।
অনিতা নায়ার যখন একটি বিজ্ঞাপন সংস্থায় সৃজনশীল পরিচালক হিসেবে বেঙ্গালুরু শহরে কাজ করছিলেন তখনই তিনি তার প্রথম বই সাট্যার অব দ্য সাবওয়ে নামে ছোটো গল্প সংকলন লিখেছিলেন, যেটা তিনি হর-আনন্দ প্রেসকে বিক্রি করে দিয়েছিলেন। বইটির জন্যে তিনি ভার্জিনিয়া সেন্টার ফর দ্য ক্রিয়েটিভ আর্টস থেকে ফেলোশিপ জিতেছেন।
2008। আইএসবিএন ৯৭৮০১৪৩৩৩০০৪২ আইএসবিএন 9780143330042 , ওসিএলসি 995509060