অনিতা হাস্যনন্দনী

অনিতা হাস্যনন্দনী
২০১৭ সালে অনিতা
জন্ম (1981-04-14) ১৪ এপ্রিল ১৯৮১ (বয়স ৪৩)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীরোহিত রেড্ডি (বি. ২০১৩)

অনিতা হাস্যনন্দনী (হিন্দি: अनिता हस्सनंदनी, জন্ম: ১৪ এপ্রিল ১৯৮১) একজন ভারতীয় অভিনেত্রী যিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও হিন্দি নাটকে কাজ করেছেন। ২০০১-২০০২ সালে স্টার প্লাস চ্যানেল প্রচারিত ধারাবাহিক কাভি সউতেন কাভি স্যাহেলি ছিলো অনিতার অভিনয় করা প্রথম নাটক। সুভাষ ঘাই পরিচালিত তাল (১৯৯৯) ছিলো তার অভিনীত সর্বপ্রথম চলচ্চিত্র। তিনি তামিল ভাষার চলচ্চিত্রে অভিনেতা বিক্রম এর সঙ্গে সামুরাই (২০০২) চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। স্টার প্লাসের নাটক কাব্যঅঞ্জলি (২০০৫-২০০৬) তে তিনি অঞ্জলি নন্দ চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৩ সালে ইয়ে হ্যায় মোহাব্বাতে (স্টার প্লাস) নাটকে তিনি শাগুন অরোরা চরিত্রে ছিলেন এবং কালার্স টিভির নাগিন-৩ (২০১৮-২০১৯) এ তিনি নাগিন বিশাখা হিসেবে অভিনয় করেন।[]

অনিতা অনেক বিজ্ঞাপনচিত্রেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অনিতা ১৪ এপ্রিল ১৯৮১ সালে মুম্বইয়ের সিন্ধি পরিবারে[] জন্মগ্রহণ করেন।[][][] ২০১৩ সালে তিনি তেলুগুভাষী ব্যবসায়ী রোহিত রেড্ডিকে বিয়ে করেন, বিয়েটা গোয়াতে হয়েছিলো।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অনিতা তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এভারইউথ, সানসিল্ক এবং বোরোপ্লাসের মত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়ের পর তিনি কাভি সউতেন কাভি স্যাহেলি (২০০১) নাটকের মাধ্যমে তার নাটকের কর্মজীবন শুরু করেন। নাটকটি স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হতো।[] তামিল চলচ্চিত্র শিল্পে অনিতা পা রাখেন ভারুশামেল্লাম ভাসান্তাম চলচ্চিত্রের মাধ্যমে, তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান অভিনেতা বিক্রম এর সঙ্গে সামুরাই (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অনিতা। ২০০৩ সালের হিন্দি চলচ্চিত্র কুচ তো হ্যায় মোটামুটি সফল চলচ্চিত্র ছিলো, এটাতে তিনি তুষার কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন। পরে অনিতা সালমান খানের ভাই সোহেল খান অভিনীত চলচ্চিত্র কৃষ্ণ কটেজ (২০০৪)[] এবং আফতাব শিবদাসানির সঙ্গে কোই আপ সা (২০০৫) চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অনিতা স্টার প্লাস চ্যানেলের কাব্যঅঞ্জলি নাটকের নাম ভূমিকায় করেন, নাটকটি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প নিয়ে যে একজন বড়ো লোক ছেলের সঙ্গে বিয়ে বসে। তামিল-হিন্দি চলচ্চিত্র এবং হিন্দি নাটকে অভিনয়ের পাশাপাশি অনিতা সফল তেলুগু চলচ্চিত্র নেনু পেল্লিকি রেডি (২০০৩), তোট্টি গ্যাং (২০০২), নুভভু নেনু (২০০১) চলচ্চিত্রে অভিনয় করেন, নুভভু নেনু হিন্দি ভাষায় ইয়ে দিল (২০০৩) নামে পুনর্নির্মিত হয়েছিলো এবং অনিতা এখানেও অভিনয় করেছিলেন।

২০১৩ সাল স্টার প্লাস চ্যানেলে শুরু হওয়া ইয়ে হ্যায় মহাবাতে তে অনিতা শাগুন চরিত্রে অভিনয় করেছেন। নৃত্যঅনুষ্ঠান ঝলক দিখলাজাতে (সিজন ৮) অনিতা নেচেছিলেন। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত একতা কাপুরের টেলিভিশন ধারাবাহিক নাগিন (কালার্স টিভি চ্যানেলে প্রচারিত) এ তিনি বিশাখা খান্নার চরিত্রে অভিনয় করেন।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
১৯৯৯ তাল হিন্দি
২০০১ নুভভু নেনু বসুন্ধরা তেলুগু
২০০২ ভারুশামেল্লাম ভাসান্তাম লতা তামিল
২০০২ সামুরাই দেবা তামিল
২০০২ শ্রীরাম মধুলতা তেলুগু
২০০২ তোট্টি গ্যাং ভেঙ্কট লক্ষ্মী তেলুগু
২০০৩ কুচ তো হ্যায় নাতাশা হিন্দি
২০০৩ ইয়ে দিল বসুন্ধরা যাদব হিন্দি
২০০৩ নিনে ইষ্টাপাড়ান্নু সঞ্জনা/সঞ্জু তেলুগু
২০০৩ আড়ান্দে আড়ো টাইপ বৃন্দা তেলুগু
২০০৩ নেনু পেল্লিকি রেডি সাবিত্রী তেলুগু
২০০৪ নেনুনানু বিশেষ উপস্থিতি তেলুগু
২০০৪ কৃষ্ণ কটেজ শান্তি হিন্দি
২০০৪ ভীরা কান্নাড়িগা চিত্রা কন্নড়
২০০৫ শুকরান সন্ধ্যা তামিল
২০০৫ সিলসিলে পিয়া হিন্দি
২০০৫ কোই আপ সা সিমরান/সিমি হিন্দি
২০০৬ গান্ডুগলি কুমার রাম রত্না কন্নড়
২০০৭ দাস কাহানিয়া সিমরান হিন্দি
২০০৭ জাস্ট ম্যারিড অমৃতা হিন্দি
২০০৮ নয়াগন নীলা তামিল
২০০৯ এক সে বুরে দো পায়েল হিন্দি
২০১০ বেনী এ্যান্ড বাবলু এষা/সারিতা হিন্দি
২০১০ হুড়ুগা হুড়ুগি কন্নড়
২০১১ মহারাজা তামিল
২০১১ আহা না পেল্লান্টা তেলুগু
২০১২ জিনিয়াস বিশেষ উপস্থিতি তেলুগু
২০১৪ রাগিনী এমএমএস ২ গিনা হিন্দি
২০১৪ ইয়ারা ডা কেচাপ সিমরাত পাঞ্জাবি
২০১৫ হিরো রাধার বৌদি হিন্দি
২০১৬ মানালো ওক্কাড়ু শ্রাবণী তেলুগু

টেলিভিশন সিরিয়াল

[সম্পাদনা]
  • কভি সৌতান কভি সাহেলি (তনুশ্রী)
  • কাব্যঞ্জলি (অঞ্জলি নন্দ)
  • কায়ামথ (স্বাতী)
  • কসম সে(নিজে)
  • কভি শাশ ভি বহু থি (সানচি)
  • দিল মে ক্যা হে
  • কাহানি হামারি মহাভারত কি (দ্রৌপদী)
  • কমেডি সার্কাস ম্যাজিক (সিরিয়াল হোস্ট)
  • ফিয়ার ফ্যাক্টর - খতরে কি খিলাড়ি (নিজে)
  • অনাহোনিয়া কা অান্ধেরা (আনাহিতা মালিক)
  • কিচেন চ্যাম্পিয়নশিপ (নিজে)
  • ইয়ে হ্যায় মহাবাতে (শাগুন)
  • নাগিন ৩ (বিশাখা)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Goswami, Parismita (১৪ এপ্রিল ২০১৬)। "'Yeh Hai Mohabbatein' actress Anita Hassanandani celebrates her birthday with Karan Patel and others"International Business Times, India Edition। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-১২ 
  2. Sen, Sreejeeta। "Anita Hassanandani: It makes you nervous when you are stepping into a show like Naagin" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১২ 
  3. "debut on the television screen"। indianexpress.com। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১২ 
  4. "Anita H Reddy on Instagram: "As a Sindhi, born & brought up in Mumbai, my sense of ethnic fashion varied.... but I always loved sarees... I was fascinated by South…""Instagram 
  5. "Anita Hassanandani gets a special birthday gift from husband"The Indian Express। ১২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-১২ 
  6. "PICS & VIDEOS: Anita Hassanandani rings in her 38th birthday with Divyanka, Surbhi & other TV celebs!"। ১৪ এপ্রিল ২০১৯। ৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯ 
  7. "Anita Hassanandani ties the knot with Rohit Reddy"Times of India। ১৬ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৩ 
  8. "Movie Review : Krishna Cottage"। sify.com। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯ 
  9. "Naagin 3 fame Anita Hassanandani overcomes shyness, steps out of the pool in a monokini - Times of India"The Times of India 

বহিসংযোগ

[সম্পাদনা]