অনিন্দ্য সিনহা | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পুরস্কার | আইসিটিপি পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
অনিন্দ্য সিনহা হলেন একজন ভারতীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি ভারতের বেঙ্গালুরু অবস্থিত ভারতীয় বিজ্ঞান সংস্থা সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্সে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।[১]
সিনহা কলকাতার এর ডন বস্কো পার্ক সার্কাস থেকে মাধ্যমে পড়াশোনা শেষ করেন। তিনি তার বি.এসসি. করেন ১৯৯৯ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ সিএএসএম এবং পিএইচডি সম্পূর্ণ করেন। সিনহা বিএসসিতে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত ডিগ্রীর তৃতীয় অংশের জন্য মেহেউ পুরস্কার জিতেছেন। তার পিএইচডি উপদেষ্টা হিসেনে ছিলেন অধ্যাপক মাইকেল গ্রিন। তিনি কান্দি রাজ পরিবারের সদস্য ছিলেন এবং প্রয়াত অতীশ চন্দ্র সিনহার পুত্র ছিলেন।
সিনহা কর্মজীবন শুরু করেন ভারতের বেঙ্গালুরু অবস্থিত ভারতীয় বিজ্ঞান সংস্থা সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্সের একজন অধ্যাপক হিসেবে।[২] তিনি ২০২০ সালে রামানুজন ফেলোশিপ লাভ করেন।[৩] সিনহা ২০১৬ সালে আইসিটিপি পুরস্কার জিতেছেন।[৪] কোয়ান্টাম ফিল্ড থিওরি এবং স্ট্রিং থিওরি, বিশেষ করে কনফর্মাল বুটস্ট্র্যাপ এবং এনট্যাঙ্গলমেন্ট এনট্রপির বিষয়ে তার প্রভাবশালী কাজের জন্য তিনি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০১৯ সালে লাভ করেন।[৫] সিনহা কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের সি-থিওরেমের উপর রব মায়ার্সের সাথে তার কাজের জন্য পরিচিত হোন।[৬] সিনহা এবং তাঁর স্ত্রী, উর্বসী সিনহা, রমন রিসার্চ ইনস্টিটিউটের (আরআরআই) অধ্যাপক, একই এলাকায় কর্মরত আরআরআই-এর অন্যান্য বিজ্ঞানীদের সাথে একটি টেবিলটপ পরীক্ষা স্থাপন করেন যা বিজ্ঞানীদের প্রথম সুযোগ দেবে একটি বাঁকানো পথে ছিদ্রের মধ্য দিয়ে কণাগুলির চলাচলের সম্ভাবনা পরিমাপ করার।[৭] পরবর্তীকালে তিনি এই ভবিষ্যদ্বাণী পরীক্ষামূলকভাবে যাচাই করা হয়েছে।[৮] [৯]