অনিরুদ্ধ রায়চৌধুরী | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
কর্ম | পূর্ণ তালিকা |
পুরস্কার | পূর্ণ তালিকা |
অনিরুদ্ধ রায়চৌধুরী একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার।[১] তিনি একাধিক বাংলা ও হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা করেছেন।[২] তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অনুরণন (২০০৬), অন্তহীন... (২০০৮), বুনো হাঁস (২০১৪), পিংক (২০১৬)। তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন এবং দুটি জি সিনে পুরস্কার ও একটি স্টারডাস্ট পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
অনিরুদ্ধ ২০০৬ সালে বাংলা চলচ্চিত্র অনুরণন দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তিনি রাহুল বোস ও রাধিকা আপ্টেকে নিয়ে অন্তহীন... চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৩]
২০১৬ সালে তিনি অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুকে নিয়ে হিন্দি ভাষার পিংক চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি অন্যান্য সামাজিক বিষয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া অনিরুদ্ধ এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন।[৪]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | ভাষা |
---|---|---|---|
২০০৬ | অনুরণন | পরিচালক, সহ-প্রযোজক | বাংলা |
২০০৮ | অন্তহীন... | পরিচালক, প্রযোজক | বাংলা |
২০১০ | একটি তারার খোঁজে | প্রযোজক | বাংলা |
২০১২ | অপরাজিতা তুমি | পরিচালক | বাংলা |
২০১৪ | বুনো হাঁস | পরিচালক | বাংলা |
২০১৬ | পিংক | পরিচালক | হিন্দি |
২০২৩ | লস্ট | পরিচালক | হিন্দি |
২০২৪ | কড়ক সিং | পরিচালক | হিন্দি |
বছর | শিরোনাম | ভাষা | নেটওয়ার্ক | টীকা |
---|---|---|---|---|
২০১৯ | পরছায়ী: ঘোস্ট স্টোরিজ বাই রাস্কিন বন্ড | হিন্দি | জিফাইভ | [৫][৬] |
২০২০ | ফরবিডেন লাভ | হিন্দি | জিফাইভ |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
২ সেপ্টেম্বর ২০০৮ | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | অনুরণন | বিজয়ী | [৭] |
২০ মার্চ ২০১০ | শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | অন্তহীন... | বিজয়ী | [৮] |
৩ মে ২০১৭ | অন্যান্য সামাজিক বিষয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র | পিংক | বিজয়ী | [৯] |
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | ||||
১৫ জুলাই ২০১৭ | শ্রেষ্ঠ পরিচালক | পিংক | বিজয়ী | [১০] |
শ্রেষ্ঠ কাহিনি | মনোনীত[ক] | |||
জি সিনে পুরস্কার | ||||
১১ মার্চ ২০১৭ | শ্রেষ্ঠ পরিচালক | পিংক | মনোনীত | [১১] |
শ্রেষ্ঠ অভিষেক পরিচালনা | ||||
মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব | ||||
আগস্ট ২০১৭ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | পিংক | বিজয়ী | [১২] |
স্টারডাস্ট পুরস্কার | ||||
১৯ ডিসেম্বর ২০১৬ | শ্রেষ্ঠ পরিচালক | পিংক | মনোনীত | [১৩] |